Ban on Non-Veg Food

সাধারণতন্ত্র দিবসে মাছ-মাংস নিষিদ্ধ: বিতর্কের মাঝে এ বার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার ওড়িশার জেলা প্রশাসনের

বিতর্কের সূত্রপাত হয় গত ২৩ জানুয়ারি কোরাপুটের জেলাশাসক মনোজ সত্যবন মহাজনের একটি নির্দেশিকা ঘিরে। সেখানে বলা হয়, দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে কোরাপুটে মাছ, মাংস, ডিম এবং অন্য আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:৩৬
Share:

বিজ্ঞপ্তি জারি করে পূর্বের নির্দেশ প্রত্যাহার করল ওড়িশার কোরাপুট জেলা প্রশাসন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিতর্কের মুখে এ বার সাধারণতন্ত্র দিবসে মাছ, মাংস, ডিম বিক্রির উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ওড়িশার কোরাপুট জেলা প্রশাসন। রবিবার এই মর্মে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যথাযথ বিবেচনার পরে পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। কেন নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল, কেনই বা প্রত্যাহার করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি।

Advertisement

বিতর্কের সূত্রপাত হয় গত ২৩ জানুয়ারি কোরাপুটের জেলাশাসক মনোজ সত্যবন মহাজনের একটি নির্দেশিকা ঘিরে। কোরাপুটের প্রত্যেক তহসিলদার, বিডিও এবং পুর এলাকার সরকারি নির্বাহী আধিকারিকদের উদ্দেশে একটি চিঠি পাঠান জেলাশাসক। বলা হয়, দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে কোরাপুটে মাছ, মাংস, ডিম এবং অন্য আমিষ খাবার বিক্রি নিষিদ্ধ করতে হবে। সেইমতো প্রত্যেক আধিকারিককে নিজ নিজ এলাকায় বিজ্ঞপ্তি জারি করার জন্য বলা হয়েছে ওই চিঠিতে।

জেলাশাসকের এমন নির্দেশিকা প্রকাশ্যে আসার পরেই বিতর্ক দানা বাঁধে। কেন আমিষ নিষিদ্ধ করা হচ্ছে সাধারণতন্ত্র দিবসে, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহলে। সমালোচনাও শুরু হয়। কী কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তা জেলাশাসকের দফতর থেকে স্পষ্ট করা হয়নি। দু’লাইনের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসের জেলাস্তরের প্রস্তুতি কমিটির পরামর্শের ভিত্তিতেই ওই নির্দেশ দেওয়া হয়েছিল। এখন তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

Advertisement

নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণ জেলা প্রশাসন স্পষ্ট না করলেও সূত্রের দাবি, বিতর্কের জেরেই এটি প্রত্যাহার করা হয়েছে। রবিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরে কোরাপুটের কংগ্রেস সাংসদ সপ্তগিরি উলাকা সমাজমাধ্যমে লেখেন, “এই স্বেচ্ছাচারী ও অসাংবিধানিক নির্দেশিকা এ বার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাংবিধানিক স্বাধীনতাকে ইচ্ছামতো দমিয়ে দেওয়া যায় না।” তিনি আরও লেখেন, “সাধারণতন্ত্র দিবস স্বাধীনতার প্রতীক, জোর জবরদস্তির নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement