National News

জেলে বসেই দ্বাদশ শ্রেণি পাশ করলেন ওম প্রকাশ চৌটালা

জেলের মধ্যে থেকেই ৮২ বছর বয়সে দ্বাদশ শ্রেণি পাশ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং(এনআইওএস) থেকে প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ১৭:০৯
Share:

—ফাইল চিত্র

জেলের মধ্যে থেকেই ৮২ বছর বয়সে দ্বাদশ শ্রেণি পাশ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা। ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং(এনআইওএস) থেকে প্রথম বিভাগে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন তিনি।

Advertisement

২০০৮ সালে জুনিয়র বেসিক শিক্ষক পদে নিয়ম বহির্ভূত ভাবে ৩,২১৬ জনকে নিয়োগ করার ঘটনায় দোষী সব্যস্ত হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল সুপ্রিমো ওম প্রকাশ চৌটালা। ঘটনার তদন্তের ভার গিয়েছিল সিবিআই-এর হাতে। ২০১৩ সালে দিল্লি কোর্ট চৌটালা ও তাঁর ছেলে অজয় সিংহ চৌটালাকে দশ বছরের কারাদণ্ড দেয়। এরপর শীর্ষ আদালতও তাঁকে একই মামলায় দোষী সব্যস্ত করে। গত মাসে তিহার জেলের মধ্যে থেকেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন চৌটালা। উত্তীর্ণও হয়েছেন সফলভাবে।

আরও পড়ুন: কনে মত দিলে তবেই তিন তালাক, সম্ভব কি না জানতে চাইল সুপ্রিম কোর্ট

Advertisement

ওম প্রকাশের অনুপস্থিতিতে এখন দলের হাল ধরেছেন ওম প্রকাশের ছোট ছেলে অভয় চৌটালা। ওম প্রকাশের এই সাফল্যের পর তিনি জানান, ‘‘বাবা যখন স্কুলে পড়তেন, তখন কৃষকদের অধিকারের দাবিতে প্রতিবাদ করে ঠাকুরদা দেবী লাল জেলে গিয়েছিলেন। ফলে সংসারের হাল ধরার জন্য বাবাকে মাঝপথেই স্কুল ছাড়তে হয়েছিল। তবে ছোট থেকে পড়াশোনা শেষ করার জন্য আমাদের উৎসাহিত করতেন তিনি।’’

এখানেই শেষ নয়। অভয় জানান, এরপর কলেজেও পড়তে চেয়েছেন ওম প্রকাশ। জেলে অবসর কাটান বই পড়ে। রোজই লাইব্রেরিতে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন