National News

জিএসটি এ দেশে সম্ভব নয়, মোদীর সেই ভিডিও সামনে আনল কংগ্রেস

সেই ভিডিওতে মোদীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যত দিন না আয়করদাতাদের দেওয়া করের পরিমাণ আর তা জমা দেওয়ার ব্যবস্থাকে নিখুঁত তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর নেটওয়ার্কে জুড়ে ফেলা সম্ভব হবে, তত দিন সারা দেশে জিএসটি চালু করা যাবে না। এক রকম অসম্ভবই। কারণ, জিএসটি ব্যবস্থাটাই এই ভাবে তৈরি করা হয়েছে। আর তাই তাকে দেশজুড়ে কার্যকর করতে হলে তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ককে নিখুঁত করাটা বাধ্যতামূলক।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ১৭:১০
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।- ফাইল চিত্র।

যে দিন মধ্যরাতে ঘণ্টা বাজিয়ে দেশজুড়ে আনুষ্ঠানিক ভাবে জিএসটি চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিনই টুইট করে তাঁর পুরনো দু’টি ভিডিও প্রকাশ করে কংগ্রেস জানিয়ে দিল গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন কী ভাবে তিনি জিএসটি’র বিরোধিতা করেছিলেন। বলেছিলেন, ‘‘এ দেশে জিএসটি চালু করা অসম্ভবই।’’

Advertisement

কংগ্রেসের প্রশ্ন, এত তাড়াতাড়ি সেই পুরনো কথাগুলি ভুলে গেলেন কী ভাবে প্রধানমন্ত্রী মোদী? একটি ভিডিওর ক্যাপশনে সে কথা লেখাও হয়েছে কংগ্রেসের তরফে। সেই ভিডিওতে মোদীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যত দিন না আয়করদাতাদের দেওয়া করের পরিমাণ আর তা জমা দেওয়ার ব্যবস্থাকে নিখুঁত তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর নেটওয়ার্কে জুড়ে ফেলা সম্ভব হবে, তত দিন সারা দেশে জিএসটি চালু করা যাবে না। এক রকম অসম্ভবই। কারণ, জিএসটি ব্যবস্থাটাই এই ভাবে তৈরি করা হয়েছে। আর তাই তাকে দেশজুড়ে কার্যকর করতে হলে তথ্যপ্রযুক্তির নেটওয়ার্ককে নিখুঁত করাটা বাধ্যতামূলক।’’

ওই ভিডিওটি প্রকাশ করে কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, ‘‘মোদীজি, আপনি নিজের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কী ভাবে? আপনিই তো বলেছিলেন তাড়াহুড়ো করে এ দেশে জিএসটি চালু করা সম্ভব নয়। আর আপনিই এখন যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও কী ভাবে এত তাড়াহুড়ো করে জিএসটি চালু করছেন?’’

Advertisement

আরও পড়ুন- জিএসটি কী? সস্তা হবে নিত্যপ্রয়োজনীয় পণ্য?

কংগ্রেসের তরফে টুইটে প্রকাশ করা আরেকটি পুরনো ভিডিওতে গুজরাতের তদানীন্তন মুখ্যমন্ত্রী মোদীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘এ দেশে কোনও দিনই জিএসটি সফল হবে না। জিএসটি চালুর প্রশ্নে এটাই বিজেপি’র মত। গুজরাত সরকারও সেটাই মনে করে।’’

ওই ভিডিওটির ক্যাপশনে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘‘এখানে সেটাই বলা হয়েছে, জিএসটি সম্পর্কে মোদীজি ও বিজেপি সত্যি-সত্যি যেটা মনে করে।’’

&

কংগ্রেস শুক্রবার মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলের বিশেষ অধিবেশন বয়কট করছে, এত তাড়াহুড়ো করে দেশজুড়ে আনুষ্ঠানিক ভাবে জিএসটি চালুর প্রতিবাদে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অজয় মাকেনও বলেছেন, ‘‘যে ফরম্যাটে দেশজুড়ে জিএসটি চালু হতে যাচ্ছে, তাতে শুধু ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদেরই সর্বনাশ হবে, তা নয়; এর ফলে বেকারত্ব বাড়বে হু হু করে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন