পাকুড়ে উদ্ধার জাল নোট, গ্রেফতার ১

পঞ্চাশ হাজার টাকার জাল নোট-সহ ধরা পড়ল এক দুষ্কৃতী। পাকুড়ের মুফস্‌সল থানা সূত্রে খবর, ধৃতের নাম আসরাফুল শেখ ওরফে লাদেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৩
Share:

পঞ্চাশ হাজার টাকার জাল নোট-সহ ধরা পড়ল এক দুষ্কৃতী। পাকুড়ের মুফস্‌সল থানা সূত্রে খবর, ধৃতের নাম আসরাফুল শেখ ওরফে লাদেন। লাদেনকে আজ পাকুড়ের ইলামি গ্রাম থেকে জাল নোট-সহ ধরে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ খবর পায়, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা এলাকার ডাকবাংলো মোড়ের এক ডেরা থেকে জাল নোট নিয়ে পাকুড়ে এসেছে লাদেন। আজ সকালে সামসেরগঞ্জ থানার পুলিশ ও মুফস্‌সল থানার পুলিশ এক যোগে ইনামি গ্রামে হানা দিয়ে হাতেনাতে লাদেনকে ধরে ফেলে। লাদেন মাসখানেক আগে মোটর সাইকেল চুরির মামলায় পুলিশের হাতে ধরা পড়েছিল। লাদেনকে জেরা করে জাল নোটের মূল চক্রকে ধরার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement