গুলশন কুমার। — ফাইল চিত্র।
সঙ্গীত প্রস্তুতকারী সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন গুলশন কুমার। ছিলেন চলচ্চিত্র প্রযোজকও। তাঁর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল মহম্মদ রউফ ওরফে দাউদ মার্চেন্ট। মহারাষ্ট্রের শাম্ভজিনগরের এক সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। শনিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে বন্দি অবস্থাতেই মৃত্যু হল তাঁর।
রউফ ছিলেন ঠাণে জেলার মুম্ব্রার অমৃতনগরের বাসিন্দা। ২০০২ সালে গুলশন হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে হরসুল সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি। বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। গত ৮ জানুয়ারি সকালে কারাগারে নমাজ পড়তে যাওয়ার সময়ে তিনি বুকে ব্যথা অনুভব করেন ও ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এর পরে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে উল্লেখ, হৃদ্রোগে গুরুতর আক্রান্ত হওয়াই মৃত্যুর কারণ। ওই দিন সন্ধ্যায় মুম্ব্রায় পরিজনদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য হয়। সংশোধনাগার সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ অগস্ট মুম্বইয়ের আন্ধেরিতে প্রখ্যাত ক্যাসেট প্রস্তুতকারী সংস্থার মালিক তথা চলচ্চিত্র প্রযোজক গুলশনকে লক্ষ্য করে তিন জন মিলে প্রায় ১৬ রাউন্ড গুলি চালায়। আহত হন গুলশনের গাড়ির চালকও।