India Pakistan Conflict

পাকিস্তানকে তড়িঘড়ি সংবিধান বদলাতে বাধ্য করেছে ভারতের সিঁদুর অভিযান! ইসলামাবাদকে বিঁধলেন সেনা সর্বাধিনায়ক

গত বছর ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ে রাওয়ালপিন্ডির কোনও সেনা সর্বাধিনায়ক পদেরই অস্তিত্ব ছিল না। সিঁদুর অভিযানে পর্যুদস্ত হওয়ার পরেই তড়ঘড়ি সংবিধান সংশোধন করে এই পদ তৈরি করে পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৬:৩৩
Share:

ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। — ফাইল চিত্র।

ভারতের সিঁদুর অভিযানের ফলেই পাকিস্তান নিজেদের সংবিধান বদলাতে বাধ্য হয়েছে। এমনটাই মনে করছেন ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। তাঁর মতে, ভারতের অভিযানের পরেই প্রতিরক্ষায় পাকিস্তানের বেহাল দশা বেআব্রু হয়ে গিয়েছে। সেই ফাঁকফোকর ঢাকতেই ইসলামাবাদ তড়িঘড়ি নিজেদের সংবিধান সংশোধন করেছে।

Advertisement

মহারাষ্ট্রের পুণেতে এক আলোচনাসভায় বক্তৃতার সময়ে জেনারেল চৌহান বলেন, “সংবিধান সংশোধন-সহ পাকিস্তানে তাড়াহুড়ো করে যে পরিবর্তনগুলি করা হয়েছে, তা আসলে এটাই বুঝিয়ে দেয় যে (সিঁদুর) অভিযানের সময়ে তাদের সব কিছু ঠিকঠাক ছিল না। এই অভিযানের পরে পাকিস্তান নিজেদের অনেক ত্রুটি এবং ঘাঁটতি খুঁজে পেয়েছে।” বস্তুত, অপারেশন সিঁদুরের আগে পাকিস্তানে সেনা সর্বাধিনায়কের মতো কোনও পদ ছিল না। সিঁদুর অভিযানের পর পরই সংবিধান সংশোধন করে ওই পদ তৈরি করে ইসলামাবাদ। সংবিধান সংশোধন বলতে সেই কথাই বোঝাতে চেয়েছেন জেনারেল চৌহান।

পাকিস্তানে বর্তমানে সশস্ত্র বাহিনীর প্রধান বা সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স ফোর্সেস) পদে রয়েছেন পাক সেনার ফিল্ড মার্শাল মুনির। সিঁদুর অভিযানের পরেই তাঁর এই পদোন্নতি হয়েছে। গত বছর ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ে রাওয়ালপিন্ডিতে এমন কোনও পদেরই অস্তিত্ব ছিল না। মুনির তখন ছিলেন ‘চিফ অফ আর্মি স্টাফ’ (স্থলসেনা প্রধান)। অপারেশন সিঁদুরে ভারতের কাছে পর্যুদস্ত হওয়ার পরেই তড়িঘড়ি এই পদ তৈরি করে পাকিস্তান।

Advertisement

পাকিস্তানের পার্লামেন্টে বিল পাশ করানো হয় এই পদ তৈরির জন্য জন্য। সে দেশের সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধন করে বিল পাশ করানো হয়। ওই সংশোধনীর মাধ্যমেই পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, নৌ ও বায়ুসেনা) প্রধান হিসাবে ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ পদ তৈরি করা হয়। সেই পদে বসানো হয় মুনিরকে।

শুক্রবার পুণেতে ওই আলোচনাসভায় ভারতের সেনা সর্বাধিনায়ক পদের গুরুত্বও বোঝান জেনারেল চৌহান। তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে এই পদ যে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা-ও বোঝান তিনি। একই সঙ্গে পাকিস্তানের খামতির কথাও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে শুধু অপারেশন সিঁদুরই নয়, উরি এবং বালাকোটে হামলার পরে ভারতের জবাবের কথাও উল্লেখ করেন তিনি। অতীতের ওই অভিযানগুলির অভিজ্ঞতাও কৌশলগত ভাবে ভারতকে এগিয়ে রেখেছে বলে মনে করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement