কিন্তু

উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধীদের পাশ কাটালেন নীতীশ

এ বার উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধীদের পাশ থেকে সরে এলেন নীতীশ কুমার। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে বিরোধী জোটের। আর তখনই পটনায় সকাল সাড়ে ১১টায় ১ নম্বর অ্যানে মার্গের বাসভবনে জেডিইউয়ের সমস্ত শাখা-সংগঠনের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নীতীশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ২০:১৮
Share:

রাষ্ট্রপতি পদপ্রার্থী স্থির করা নিয়ে বিরোধীদের বৈঠকে যাননি। সরাসরি এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীকেই সমর্থন জানিয়েছিলেন। এ বার উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধীদের পাশ থেকে সরে এলেন নীতীশ কুমার। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে বৈঠক রয়েছে বিরোধী জোটের। আর তখনই পটনায় সকাল সাড়ে ১১টায় ১ নম্বর অ্যানে মার্গের বাসভবনে জেডিইউয়ের সমস্ত শাখা-সংগঠনের সভাপতিদের বৈঠকে ডেকেছেন নীতীশ। ওই বৈঠকে থাকার কারণেই নীতীশ কুমার দিল্লিতে যেতে পারছেন না বলে জেডিইউয়ের তরফে সোমবার জানানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার নীতীশের দলের বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় রাজ্যের মহাজোট বলেই জেডিইউয়ের তরফে খবর। এর পরে ১৬ জুলাই জেডিইউ বিধায়ক দলের সঙ্গেও বৈঠক করবেন নীতীশ। দলীয় নেতাদের একাংশের বক্তব্য, ওই বৈঠকগুলিতেও বিহারের মহাজোট নিয়েই আলোচনা হবে। রাজগীরে তিন দিন থাকার পর রবিবারই পটনা ফিরেছেন মুখ্যমন্ত্রী। তিনি রাজগীরে থাকাকালীনই লালুপ্রসাদের বাড়িতে অভিযান চালিয়েছিল সিবিআই। তা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি নীতীশ। সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেননি জেডিইউয়ের কোনও নেতা।

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন না: ঘোষণা আরজেডির, সব চোখ নীতীশের দিকে

Advertisement

কংগ্রেস সূত্রের খবর, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে আগামিকাল বৈঠক ডাকা হয়েছে। রাহুল গাঁধী চেয়েছিলেন, তখন নীতীশ এলে তাঁর সঙ্গে আলাদা কথা বলবেন। অথবা নীতীশের সুবিধে অনুযায়ী অন্য সময়ে বৈঠক করবেন। জেডিইউ নেতা কে সি ত্যাগী দিন কয়েক আগে জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনটি ব্যতিক্রম ছিল। উপরাষ্ট্রপতি ভোটে বিরোধীরা আমন্ত্রণ জানালে দল যাবে। কিন্তু, বাস্তবে অন্য ছবিই ধরা পড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন