এক মঞ্চে বিরোধীরা

আড়মোড়া ভাঙছেন বিরোধীরা। অনেক দিন চর্চাটা চলছিল যে, মোদী সরকারের বিরুদ্ধে মাঠে নামা প্রয়োজন। অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক নীতি, সংখ্যালঘু ও দলিতদের উপর অত্যাচার— অনেক কিছুর বিরোধিতা করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:০৪
Share:

আড়মোড়া ভাঙছেন বিরোধীরা। অনেক দিন চর্চাটা চলছিল যে, মোদী সরকারের বিরুদ্ধে মাঠে নামা প্রয়োজন। অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক নীতি, সংখ্যালঘু ও দলিতদের উপর অত্যাচার— অনেক কিছুর বিরোধিতা করতে হবে। কিন্তু হয়ে ওঠেনি। অবশেষে মাঠে না নামলেও এ বারে অন্তত এক মঞ্চে উঠছেন তাঁরা।

Advertisement

আগামী ১ মে শ্রমিক দিবস, তার সঙ্গে সমাজবাদী নেতা মধু লিময়ের ৯৫তম জন্মবার্ষিকী। ওই দিন ‘প্রগতিশীল ঐক্য’-র ব্যানারে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সভা ডেকেছে জেডি(ইউ)। কংগ্রেসের দিগ্বিজয় সিংহ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, জেডি(ইউ)-এর শরদ যাদব, সঙ্গে এনসিপি, সপা নেতারাও থাকবেন।

রাষ্ট্রপতি বাছাই নিয়ে বিরোধী নেতাদের আলোচনা চলছিলই। তাঁরা একমত, মোদী সরকারের ঢাক পেটানোর জবাবে পাল্টা ভাষ্য তুলে ধরা দরকার। তবে বিরোধী নেতারা কবে মোদী-অমিত শাহের মতো রাস্তায় নামবেন, সে প্রশ্নও উঠেছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন