Donald Trump Board of Peace

পাকিস্তানও যোগ দিল ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ! এখনও সিদ্ধান্ত নেয়নি ভারত, সরাসরি প্রস্তাব খারিজ করেছে তিন দেশ

পাকিস্তানের বিদেশ দফতর বুধবার জানিয়েছে, গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ তারা যোগ দিচ্ছে। তবে ভারত এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। আলোচনা চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:৪৭
Share:

(বাঁ দিক থেকে) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করল পাকিস্তান। তাদের বিদেশ দফতর থেকে বুধবার এই মর্মে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ভারত। সংবাদসংস্থা পিটিআই সরকারি সূত্র উল্লেখ করে জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলার আগে কয়েকটি সংবেদনশীল বিষয় নয়াদিল্লি বিবেচনা করছে। তাই সিদ্ধান্ত জানাতে দেরি হচ্ছে। ইতিমধ্যে অনেক দেশ ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিয়েছে। এখনও পর্যন্ত প্রস্তাব খারিজ করেছে তিনটি দেশ।

Advertisement

পাকিস্তানের বিদেশ দফতর বুধবার জানিয়েছে, গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ তারা যোগ দিচ্ছে। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর উদ্যোগকে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত। গাজ়ায় স্থায়ী যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং প্যালেস্টাইনিদের মানবিক সহায়তা বৃদ্ধির আশা প্রকাশ করেছে ইসলামাবাদ।

হোয়াইট হাউসের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, অন্তত ৫০টি দেশকে ‘বোর্ড অফ পিস’-এ আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিল ওয়াশিংটন। তার মধ্যে ৩০টি দেশ আমন্ত্রণ গ্রহণ করবে এবং আন্তর্জাতিক এই গোষ্ঠীতে যোগ দেবে বলে আমেরিকা আশা রাখছে। পাকিস্তান ছাড়াও ট্রাম্পের প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছে ইজ়রায়েল, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজ়ারবাইজান, বাহরিন, বেলারুস, মিশর, হাঙ্গেরি, কাজ়াখস্তান, কসোভো, মরক্কো, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভিয়েতনাম।

Advertisement

ভারতের মতো যে দেশগুলি আমন্ত্রণ পেয়েছে কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি, তার মধ্যে অন্যতম ব্রিটেন। এ ছাড়াও এই তালিকায় রয়েছে চিন, ক্রোয়েশিয়া, রাশিয়া, ইটালি, জার্মানি, প্যারাগুয়ে, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, তুরস্ক, ইউক্রেনের মতো দেশ। ফ্রান্স, সুইডেন এবং নরওয়ে ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগদানের প্রস্তাব খারিজ করে দিয়েছে।

শুধু গাজ়ায় শান্তি ফেরানো নয়, ‘বোর্ড অফ পিস’-এর নেপথ্যে ট্রাম্পের বৃহত্তর পরিকল্পনা রয়েছে। আসলে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই নতুন আন্তর্জাতিক বোর্ড গঠন করতে চাইছেন ট্রাম্প। প্রাথমিক ভাবে ‘বোর্ড অফ পিস’-এর কাজ শুরু হবে গাজ়া দিয়ে। সেখানে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা সফল হলে বিশ্বের অন্যান্য সমস্যা নিয়েও এই বোর্ড কাজ করবে। এতে যোগ দিলে প্রাথমিক ভাবে তিন বছরের সদস্যপদ পাবে দেশগুলি। ১০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৯ হাজার কোটি টাকা) দিলে মিলবে স্থায়ী সদস্যপদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement