National

‘ভারতের স্থিতাবস্থা নষ্ট করতে চাইছে পাকিস্তান’

নিজের ঘরোয়া সমস্যা না মিটিয়ে ভারতের স্থিতাবস্থা নষ্ট করতে চাইছে পাকিস্তান। যে ভাবেই হোক, ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আঘাত হানতে চাইছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন। লোকসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবার এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ১৪:০৯
Share:

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

নিজের ঘরোয়া সমস্যা না মিটিয়ে ভারতের স্থিতাবস্থা নষ্ট করতে চাইছে পাকিস্তান। যে ভাবেই হোক, ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আঘাত হানতে চাইছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের পরিস্থিতি নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন। লোকসভায় দাঁড়িয়ে বৃহস্পতিবার এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

Advertisement

যে ভাবে সম্প্রতি অশান্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর, যে ভাবে উপত্যকার বিক্ষোভকারীদের প্রকাশ্যেই সমর্থন করেছে ইসলামাবাদ, তাতে লোকসভায় এ দিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এও বলেছেন, ‘‘জম্মু-কাশ্মীরের ঘটনার সময় বিদেশ সফরে থাকলেও, প্রধানমন্ত্রী মোদী প্রতি মুহূর্তের খবর রেখে গিয়েছেন।’’

লোকসভায় আজ কাশ্মীর ইস্যু নিয়ে বিতর্কে অংশ নিয়ে রাজনাথ বলেন, ‘‘ভারতে যদি সত্যিই কোনও সন্ত্রাসবাদ থাকে, তা হলে তার জন্য দায়ী পাকিস্তানই। ওরাই আমাদের দেশে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন- দলিত দলন তাঁর রাজ্যে, চাপে মোদী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন