মোদীকে আম উপহার

সীমান্তপারের উত্তেজনা সত্ত্বেও আঁচ পড়েনি দু’দেশের প্রধানমন্ত্রীদের পারস্পরিক সম্পর্কে। ইদ উপলক্ষে বিএসএফের মিষ্টি নিতে পাক সেনা আপত্তি জানালেও সৌহার্দ্যের অভাব ঘটেনি শাসকদের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০৩:০৪
Share:

সীমান্তপারের উত্তেজনা সত্ত্বেও আঁচ পড়েনি দু’দেশের প্রধানমন্ত্রীদের পারস্পরিক সম্পর্কে। ইদ উপলক্ষে বিএসএফের মিষ্টি নিতে পাক সেনা আপত্তি জানালেও সৌহার্দ্যের অভাব ঘটেনি শাসকদের মধ্যে। ইদ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক বাক্স আম পাঠিয়ে শুভেচ্ছা জানালেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সম্প্রতি নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সেই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাক সেনা মিষ্টি ফিরিয়ে দিলেও আম-দৌত্যে ছেদ পড়েনি। গত বারের মতো এ বারও মোদীকে আম পাঠিয়েছেন নওয়াজ শরিফ। মোদী-শরিফ সম্পর্কের রসায়ন বরাবরই ভাল। দু’জনেই মনে করেন, দু’দেশের সমস্যা মেটাতে আলোচনাই শেষ কথা। তাই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও এই আম-দৌত্য মধুরেণ সমাপয়েৎ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement