India-Pakistan Ceasefire

সংঘর্ষবিরতির পরই ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়! বললেন, ‘নতুন সূচনা’

শনিবার বিকেলেই ডোনাল্ড ট্রাম্প প্রথম তাঁর সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পরে এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ২২:৩১
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাকে কৃতিত্ব দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সংঘর্ষবিরতিতে সহায়তা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। শুধু ট্রাম্প নয়, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-কেও ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ়।

Advertisement

শনিবার বিকেলেই ট্রাম্প প্রথম তাঁর সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। সেই ঘোষণার কয়েক ঘণ্টা পরে এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্ট করেন শাহবাজ়। তাঁর কথায়, ‘‘আমরা শান্তির জন্য তাঁর নেতৃত্ব এবং সক্রিয় ভূমিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা যে ফলাফল (সংঘর্ষবিরতি) গ্রহণ করেছি, তা সহজতর করার জন্য আমেরিকার প্রশংসা করি।’’ শাহবাজ় মনে করেন, যে সমস্যাগুলি শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতাকে বাধার সৃষ্টি করে, তা সমাধানের নতুন সূচনা হয়েছে এই সংঘর্ষবিরতির মধ্যে দিয়ে।

ট্রাম্পের ঘোষণার পরই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সংঘর্ষবিরতির কথা জানানো হয়। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও জানান, জানান, শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)-কে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)। তার পর দু’পক্ষই গোলাগুলি এবং সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের তরফে পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement