pakistan

Drone: ভারতে অস্ত্র ও মাদক পাচারে ড্রোন-কেন্দ্র বানাচ্ছে আইএসআই! কড়া নজরদারি সেনার

বিএসএফ সূত্রে খবর, পঞ্জাবের ফিরোজ এবং অমৃতসরে ভারত-পাক সীমান্তে ড্রোনের আনাগোনা সম্প্রতি বেশ বেড়েছে। সূত্রের খবর, পাক রেঞ্জার্সের সহযোগিতায় পাচারকারী এবং জঙ্গিরা খেমকরণ সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে পাচার করার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৫:১১
Share:

ড্রোনে অস্ত্র পাচার। প্রতীকী ছবি।

ভারতে জঙ্গিদের হাতে অস্ত্র এবং মাদক পৌঁছে দেওয়ার জন্য ড্রোন ব্যবহার করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। মাঝেমধ্যেই সীমান্তের ও পার থেকে ড্রোনের মাধ্যমে পঞ্জাব এবং জম্মু-কাশ্মীর সীমান্ত দিয়ে অস্ত্র এবং মাদক পাচারের চেষ্টা করতে গিয়ে বিএসএফ এবং সেনার হাতে ধরা পড়েছে সেই ড্রোন। এ রকমই বেশ কিছু ড্রোনকে গুলি করে নামিয়েছে সেনা এবং বিএসএফ। বর্তমানে আইএসআই এবং জঙ্গিদের এমন কৌশলের উপর তাই কড়া নজর রাখা হচ্ছে সীমান্তে।

সম্প্রতি সেনা সূত্রে দাবি করা হয়েছে, পাক রেঞ্জার্সের সঙ্গে হাত মিলিয়ে আইএসআই ইতিমধ্যেই ছ’টি ড্রোন স্টেশন বানিয়েছে। যেখান থেকে ড্রোন পরিচালনা করে তার মাধ্যমে ভারতে অস্ত্র এবং মাদক পাচার করা হবে। অন্য দিকে, পঞ্জাবে ভারত-পাক সীমান্তেও পাকিস্তানের দিকে বেশ কয়েকটি ড্রোন স্টেশন বানানো হয়েছে বলেও দাবি করেছে বিএসএফ। পাচারকারী এবং জঙ্গিদের সহযোগিতায় এই ড্রোন স্টেশনগুলি বানানো হয়েছে।

Advertisement

বিএসএফ সূত্রে খবর, পঞ্জাবের ফিরোজ এবং অমৃতসরে ভারত-পাক সীমান্তে ড্রোনের আনাগোনা সম্প্রতি বেশ বেড়েছে। সূত্রের খবর, পাক রেঞ্জার্সের সহযোগিতায় পাচারকারী এবং জঙ্গিরা খেমকরণ সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে পাচার করার চেষ্টা চালাচ্ছে।

বিএসএফ ইতিমধ্যেই ড্রোনরোধী ব্যবস্থা বসিয়েছে সীমান্তে কাঁটাতার বরাবর। শুধু তাই নয়, ড্রোন শিকারি দলও গঠন করা হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন