পাক হানায় হত জওয়ান ও শিশু

কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি হামলায় নিহত হলেন আর এক বিএসএফ জওয়ান। প্রাণ হারিয়েছে ছ’বছরের এক শিশুও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০৩:০৭
Share:

কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি হামলায় নিহত হলেন আর এক বিএসএফ জওয়ান। প্রাণ হারিয়েছে ছ’বছরের এক শিশুও। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, আরএসপুরা, আর্নিয়া, সুচেতগড়, কানাচক, পার্গওয়াল সেক্টরে ভারতীয় বাহিনীর ২৫টি ছাউনি লক্ষ করে কাল সারা রাত ধরে গোলাগুলি চালিয়েছে পাক বাহিনী। তাদের গুলিতে মৃত্যু হয়েছে সুশীল কুমার নামে এক বিএসএফ জওয়ানের। লালইয়াল-গারখাল এলাকায় স্‌প্লিন্টার লেগে মৃত্যু হয় ছ’বছরের ভিকি কুমারের। বিহারের এক শ্রমিক পরিবারের ছেলে ভিকি। তার বাবা ওই এলাকায় শ্রমিকের কাজ করেন। গোলাগুলির মধ্যে রাতটা বাঙ্কারে কাটিয়েছিল ভিকি। বাঙ্কারের বাইরে আসতেই স্‌প্লিন্টার এসে লাগে তার গায়ে। পাকিস্তানের পাল্টা দাবি, গত কাল রাতে ভারতীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশু-সহ দু’জনের। অন্য দিকে আজ বিকেলে অনন্তনাগ জেলায় মন্ত্রী ও পিডিপি নেতা আব্দুল রহমান ভিরির বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলি বিনিময়ের পরে তারা পালিয়ে যায়। এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে বাহিনী। সম্প্রতি কাশ্মীরে বেশ কয়েক বার বাহিনীর উপরে হামলা করে রাইফেল লুঠ করেছে জঙ্গিরা। সেই উদ্দেশ্যেই আব্দুল রহমানের বাড়িতে হামলা হয়েছিল বলে ধারণা গোয়েন্দাদের। রাইফেল লুঠের দায়ে এ দিনই অবন্তীপোরা এলাকা থেকে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে রয়েছে হিজবুল কম্যান্ডার জাকির রশিদ বাট। তার পরিকল্পনা মাফিকই রাইফেল ছিনতাই হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন