ধর্ষণ-মন্তব্যে বিতর্কে বিধায়ক

বরাবরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন। ফের ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য সুরেন্দ্র সিংহ। নাবালিকা ধর্ষণের জন্য সন্তানদের স্বাধীন ভাবে ঘোরাঘুরিকেই দুষে বাবা-মায়েদের সতর্ক করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০২:১০
Share:

বরাবরই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসেন। ফের ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য সুরেন্দ্র সিংহ। নাবালিকা ধর্ষণের জন্য সন্তানদের স্বাধীন ভাবে ঘোরাঘুরিকেই দুষে বাবা-মায়েদের সতর্ক করেছেন তিনি। উন্নাও-কাণ্ডে অভিযুক্ত কুলদীপ সিংহ সেঙ্গারের পাশে দাঁড়িয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন
এই বিধায়ক।

Advertisement

যোগীর অস্বস্তি বাড়িয়ে এ দিনই উত্তরপ্রদেশের বালিয়ায় এক নাবালিকা ধর্ষণে আটক করা হয়েছে ১৪ বছরের এক কিশোরকে।

এরই মধ্যে রাজস্থানের কোটায় ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে চার দিন ধরে ধর্ষণের অভিযোগ উঠল। পুলিশে দায়ের করা অভিযোগে কিশোরীর পরিবার এক ‘ফেসবুক’ বন্ধুর দিকে আঙুল তুলেছে। পঙ্কজ নামে এক অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। কিছু দিন আগে ফেসবুকে পঙ্কজের সঙ্গে বন্ধুত্ব হয় কিশোরীর। অভিযোগ, স্কুলে যাওয়ার পথে পঙ্কজ তাকে অপহরণ করে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। চার দিন পরে পালিয়ে বাড়ি ফিরে ঘটনাটি জানায় কিশোরী।

Advertisement

গাজিয়াবাদের মাদ্রাসায় নাবালিকা ধর্ষণে অন্যতম এক অভিযুক্ত নিজেকে নাবালক বলে দাবি করলেও পুলিশ জানিয়েছে, হাড়ের পরীক্ষায় জানা গিয়েছে, অভিযুক্তের বয়স আঠারোর বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন