ট্রেনের কামরা নোংরা লাগছে? এক এসএমএসে মুশকিল আসান

চলন্ত ট্রেনে খাবার খাচ্ছিলেন এক যাত্রী। ট্রেনের দুলুনিতে আচমকাই তাঁর হাত থেকে নীচে পড়ে গেল খাবারের প্লেটটি। রুটি, আলুর দম মেঝেতে মাখামাখি কাণ্ড। বাকি যাত্রীদের সামনে চূড়ান্ত অপ্রস্তুতে পড়তে হল তাঁকে। কিন্তু, পরিষ্কার করবেন কী ভাবে? প্রথমে বোতলের জল ঢেলে তার পর খবরের কাগজ দিয়ে কোনও রকমে বিষয়টা ম্যানেজ হলেও আলুর দমের গন্ধে ম ম করতে থাকল গোটা কামরা। কয়েক ঘণ্টা পর তা থেকেই বেরোতে শুরু করল পচা গন্ধ। নাকালের আর শেষ নেই। কামরার বাকি যাত্রীরা তাঁকে নানা ভাবে কথা শোনাতে থাকলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ১৮:০২
Share:

চলন্ত ট্রেনে খাবার খাচ্ছিলেন এক যাত্রী। ট্রেনের দুলুনিতে আচমকাই তাঁর হাত থেকে নীচে পড়ে গেল খাবারের প্লেটটি। রুটি, আলুর দম মেঝেতে মাখামাখি কাণ্ড। বাকি যাত্রীদের সামনে চূড়ান্ত অপ্রস্তুতে পড়তে হল তাঁকে। কিন্তু, পরিষ্কার করবেন কী ভাবে? প্রথমে বোতলের জল ঢেলে তার পর খবরের কাগজ দিয়ে কোনও রকমে বিষয়টা ম্যানেজ হলেও আলুর দমের গন্ধে ম ম করতে থাকল গোটা কামরা। কয়েক ঘণ্টা পর তা থেকেই বেরোতে শুরু করল পচা গন্ধ। নাকালের আর শেষ নেই। কামরার বাকি যাত্রীরা তাঁকে নানা ভাবে কথা শোনাতে থাকলেন।

Advertisement

এমন ঘটনা তো রোজই ঘটে। কিন্তু, রেলের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে যাত্রীদের। কামরা অপরিষ্কার? একটি এসএমএস। ব্যস। চলন্ত ট্রেনে আপনার কামরায় হাজির হয়ে যাবেন সাফাই কর্মী। পুজোতে দূরপাল্লার ট্রেনগুলিতে এই বিশেষ সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছে পূর্ব রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ পরিকল্পনা রূপায়ণেই এই ব্যবস্থা করা হয়েছে। এই সুবিধা মিলবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। হাওড়া, শিয়ালদহ রাজধানী, দুরন্ত এক্সপ্রেস থেকে শুরু করে মোট ৪৩টি দূরপাল্লার ট্রেনে এই পরিষেবা মিলবে।

কী ভাবে করতে হবে এসএমএস?

Advertisement

রেল সূত্রে খবর, প্রথমে লিখতে হবে ক্লিন (CLEAN), একটি স্পেস তার পরে টিকিটের পিএনআর নম্বর। এর পর সেটা পাঠাতে হবে ৫৮৮৮৮ নম্বরে। যদি এসএমএস না পাঠাতে চান, তবে ক্লিক করুন রেলের অ্যাপে (ওবিএসইআরভি)। আর এতেই কাজ হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন