মুম্বইয়ে চলন্ত ট্রেন থেকে পড়়ে গেলেন তিন যাত্রী। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
উৎসবের মরসুমে দলে দলে মানুষ বাড়ি ফিরছেন। প্রতিটি দূরপাল্লার ট্রেনে কিংবা বাসে তিলধারণের জায়গা নেই। পরিস্থিতি এমনই যে, মুম্বইয়ে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন তিন যাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম হয়েছেন আর এক জন।
শনিবার গভীর রাতে মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে বিহারগামী কর্মভূমি এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। ট্রেন নাসিক রোড স্টেশন ছাড়তেই প্রচণ্ড ভিড়ের চাপে তিন যাত্রী ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃত দুই যুবকেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।
রাত পোহালেই দীপাবলি। তার দিন দুয়েকের মধ্যেই ছট পুজো রয়েছে। মনে করা হচ্ছে সে জন্যই বাড়ি ফিরছিলেন ওই যুবকেরা। তবে কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নাসিক রোড থানার পুলিশ। ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত যাত্রীদের শনাক্ত করার জন্য তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।