বনধ শান্তিতে

পথ অবরোধ, গাড়ি ভাঙচুরের মতো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে মিটল বিরোধী দলগুলির ঝাড়খণ্ড বনধ। কেন্দ্রের জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে আজ রাজ্যে বনধ ডেকেছিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, আরজেডি, সিটু-সহ অন্য বামদল।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৭:৩৭
Share:

পথ অবরোধ, গাড়ি ভাঙচুরের মতো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে মিটল বিরোধী দলগুলির ঝাড়খণ্ড বনধ। কেন্দ্রের জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে আজ রাজ্যে বনধ ডেকেছিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, আরজেডি, সিটু-সহ অন্য বামদল। সকাল থেকেই বিভিন্ন জায়গায় দলীয় পতাকা নিয়ে রাস্তা অবরোধ করেন বনধের সমর্থকরা। দেওঘরে রাস্তা অবরোধ করে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরেশ পাসোয়ান। জামশেদপুরে একটি টেম্পোতে আগুন লাগানো হয়। রাঁচি শহরে ৭০ জন বন্ধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement