মিথ্যা বলছেন পিটার?

পিটার কি তথ্য গোপন করছেন? শিনা হত্যা কাণ্ডে কি আরও অনেক কিছুই জানেন তিনি? গত দু’দিন ধরে প্রাক্তন স্টার কর্তাকে ম্যারাথন জেরার পর এমনটাই সন্দেহ মুম্বই পুলিশের। রহস্য সমাধানে প্রাক্তন মিডিয়া কর্তাকে তাই ফের জেরা করছেন তদন্তকারীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪২
Share:

পিটার কি তথ্য গোপন করছেন? শিনা হত্যা কাণ্ডে কি আরও অনেক কিছুই জানেন তিনি? গত দু’দিন ধরে প্রাক্তন স্টার কর্তাকে ম্যারাথন জেরার পর এমনটাই সন্দেহ মুম্বই পুলিশের। রহস্য সমাধানে প্রাক্তন মিডিয়া কর্তাকে তাই ফের জেরা করছেন তদন্তকারীরা। তাঁর সঙ্গেই প্রথম বার জেরা করা হচ্ছে সঞ্জীব-ইন্দ্রাণীর মেয়ে বিধিকেও। খার থানায় সকালেই পৌঁছন বিধি এবং পিটার। দুপুরের দিকে থানায় নিয়ে আসা হয় ইন্দ্রাণী, সঞ্জীব এবং সিদ্ধার্তকেও।

Advertisement

পিটারকে জেরার পাশাপাশি তাঁর সম্পত্তির খোঁজ খবরও নেওয়া শুরু করল পুলিশ। একই সঙ্গে খোঁজ নেওয়া হচ্ছে ঘটনার অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সম্পত্তিরও।

বছর তিনেক আগে হওয়া এই খুনের সঙ্গে যে টাকার যোগ আছে, তা দিন কয়ক আগেই জানিয়েছিল পুলিশ। খোঁজ নেওয়া শুরু হয়েছিল আইএনএক্স মিডিয়ায় হওয়া অর্থিক তছরুপের। প্রাক্তন স্টার কর্তা পিটার এবং ইন্দ্রাণী ২০১১ সালে স্টার ছেড়ে আইএএক্স মিডিয়া শুরু করার পরে আর্থিক তছরুপের অভিযোগে সংস্থা ছাড়তে বাধ্য হন। তদন্তকারীরা এর আগেই জানিয়েছিলেন, সেই টাকার বেশ কিছু অংশ সম্ভবত শিনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। আর তা থেকেই সম্ভবত যাবতীয় বিবাদের শুরু।

Advertisement

সূত্রের খবর, পিটারের সংস্থাগুলি সম্পর্কে খোঁজ খবর নিতে কোম্পানি অব রেজিস্ট্রারের দ্বারস্থ হয়েছে পুলিশ। বিদেশের ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্টের হদিশ পেতে ব্রিটেন এবং কানাডার বিভিন্ন্ ব্যাঙ্কের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement