নমস্কার নিউ ইয়র্ক।
প্রধানমন্ত্রী হওয়ার পর এটা তাঁর দ্বিতীয় মার্কিন সফর। চার দিনের বিদেস সফরে বৃহস্পতিবারই মার্কিন মুলুকে পা রেখেছেন নরেন্দ্র মোদী। তাঁর সফর ঘিরে দেশবাসীর মধ্যে যেমন আশা রয়েছে, উন্মাদনা কিছু কম নয় প্রবাসী ভারতীয়দেরও। বৃহস্পতিবার নিউ ইয়র্কে পা রাখার সঙ্গে সঙ্গেই আরও এক বার তার প্রমাণ পেলেন প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তা ছাপিয়ে যেন উপচে পড়ছিল প্রবাসীদের ভিড়। বিমানে নামা থেকে শুরু করে বিমানবন্দরের ঘেরাটোপ পেরিয়ে তাঁকে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে রীতিমতো কালঘাম ছুটেছে নিরাপত্তারক্ষীদেরও।
ছবি: টুইটার।