Kalicharan Saraf

রাস্তায় প্রকাশ্যে প্রস্রাব মন্ত্রীর! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর এই কীর্তি বেজায় অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর এই কাজের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫৫
Share:

এই ছবিই এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’-এর বার্তা নিয়ে দেশ জুড়ে প্রচারাভিযান চালাচ্ছে বিজেপি। এ দিকে ‘প্রদীপের নীচেই অন্ধকার’ ধরা পড়ল বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে।

Advertisement

জয়পুরে রাস্তার ধারেই প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গেল সে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তাঁর এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হয়ে এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর এই কীর্তি বেজায় অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকে। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর এই কাজের সমালোচনায় সরব হয়েছেন অনেকেই।

Advertisement

এই ছবি সামনে আসার পর মন্ত্রীকে প্রশ্ন করা হলে কালীচরণের সাফ জবাব, ‘‘এটা কোনও বড় ইস্যু নয়।’’

আরও পড়ুন: ট্রেনে নাক ডাকছিলেন যাত্রী, কী শাস্তি হল জানেন!

এই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি অর্চনা শর্মা। তিনি বলেন, “যখন স্বচ্ছ ভারত অভিযানে প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে, সেই সময়ে নেতাদের এই সব জঘন্য কীর্তির ফলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে।” তিনি আরও জানান, ঢোলপুর উপনির্বাচনের সময়েও ওই মন্ত্রীকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গিয়েছিল।

রাস্তায় প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা করার নিয়ম চালু রয়েছে রাজস্থানে। মন্ত্রীই যদি নিয়ম ভাঙেন, তা হলে সাধারণ মানুষ কী করবেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন