National News

ফাঁকি আটকাতে স্কুলের দেওয়ালে টাঙানো হবে শিক্ষকদের ছবি!

স্কুলের দেওয়ালে টাঙানো থাকবে শিক্ষকদের ছবি। যাতে প্রত্যেক শিক্ষকই পরিচিত হয়ে ওঠেন ছাত্রছাত্রীদের কাছে। এর পর যখন পরিদর্শক এসে জানতে চাইবেন, কোন শিক্ষক ভাল পড়ান বা কোন শিক্ষক নিয়মিত স্কুলে আসেন, তখন যাতে ছাত্রছাত্রীরা তার জবাব দিতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১৮:১১
Share:

প্রতীকী ছবি।

স্কুলের দেওয়ালে টাঙানো থাকবে শিক্ষকদের ছবি। যাতে প্রত্যেক শিক্ষকই পরিচিত হয়ে ওঠেন ছাত্রছাত্রীদের কাছে। এর পর যখন পরিদর্শক এসে জানতে চাইবেন, কোন শিক্ষক ভাল পড়ান বা কোন শিক্ষক নিয়মিত স্কুলে আসেন, তখন যাতে ছাত্রছাত্রীরা তার জবাব দিতে পারে। শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীরা সঠিক ভাবে পরিচিত না হলে ওই মূল্যায়ন করা সম্ভব নয়। এমনটাই মনে করছে উত্তরপ্রদেশের যোগী সরকার।

Advertisement

রবিবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক বৈঠকে স্থির হয়, এ বার থেকে রাজ্যের সরকারি স্কুলগুলোর দেওয়ালে প্রত্যেক শিক্ষকের ছবি টাঙানো থাকবে। সেই ছবি দেখিয়ে ছাত্রদের কাছে জানতে চাওয়া হবে কোন শিক্ষক নিয়মিত স্কুলে আসেন এবং ঠিকঠাক পড়ান কি না। ছাত্রছাত্রীদের সেই মূল্যায়নে যদি দেখা যায়, কোনও শিক্ষক ঠিক মতো ক্লাস নেন না, বা কেউ কেউ স্কুলে অনিয়মিত, তবে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করবে সরকার।

আরও পড়ুন: অখিলেশের ছবি সাঁটা স্কুলব্যাগ বিলির নির্দেশ যোগীর

Advertisement

দায়িত্ব নেওয়ার পরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল দেখে আশঙ্কা প্রকাশ করেছিলেন যোগী। তাই দায়িত্ব পেয়েই শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে কোমর বেঁধে নেমে পড়েন তিনি। সে কারণে সবার আগে শিক্ষকদের উপস্থিতির উপর জোর দেওয়ার কাজ শুরু করেন। রাজ্যের প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলগুলির শিক্ষাব্যবস্থার মান ক্রমশ তলানিতে ঠেকেছে। এই অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দিতে গেলে বেশ কিছু সংস্কারের প্রয়োজন। তাই যোগী চাইছেন, শিক্ষকরা নিয়মিত স্কুলে আসুন এবং ছাত্রদের ঠিক মতো পড়ান।

স্কুলে ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা, শিক্ষকরা নিয়মিত আসছেন কিনা, সব খতিয়ে দেখতে স্কুলগুলিতে হঠাত্ পরিদর্শনে যাবেন পর্যবেক্ষকরা। যোগীর স্পষ্ট হুঁশিয়ারি, ‘আসি যাই, মাইনে পাই’— এই ধারণা নিয়ে যে শিক্ষকরা চলবেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সরকারি স্কুলগুলিতে শিক্ষার মান উন্নয়নের জন্য যদি কঠোর পদক্ষেপ করতে হয়, তা-ও তিনি করবেন। কোনও ভাবেই ‘ফাঁকি’ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন যোগী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন