সাত বছরের মধ্যে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত্: প্রধানমন্ত্রী

আগামী সাত বছরের মধ্যে দেশের সব জায়গায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা করা হবে। থাকবে না লোডশেডিং। শুক্রবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৭
Share:

নয়াদিল্লির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: এএফপি।

আগামী সাত বছরের মধ্যে দেশের সব জায়গায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা করা হবে। থাকবে না লোডশেডিং। শুক্রবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

শিক্ষক দিবসের আগে এ দিন নয়াদিল্লিতে দেশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানেই প্রধানমন্ত্রীকে এক ছাত্র প্রশ্ন করেন, “আপনি ডিজিটাল ভারতের কথা বহু বার বলেছেন। কিন্তু দেশের অনেক জায়গায় তো এখনও বিদ্যুতই পৌঁছয়নি। এই অবস্থায় ডিজিটাল ভারতের স্বপ্ন কী ভাবে দেখা সম্ভব?” উত্তরে প্রধানমন্ত্রী দাবি করেন, আগামী সাত বছরের মধ্যে দেশের সর্বত্র ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা করবে সরকার। তাঁর মতে, “ডিজিট্যাল ভারত এখন আর স্বপ্ন নয়। তা বাস্তব। দেশে এখনও ১৮ হাজার গ্রামে বিদ্যুত্ পৌঁছয়নি। আমরা আগামী হাজার দিনের মধ্যে সেই সব গ্রামে বিদ্যুত্ পৌঁছে দেব। আর ২০২২ সালের মধ্যে দেশের সব জায়গায় ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা করা হবে। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে কোনও গ্রাম অন্ধকারে থাকবে না। এটাই আমার স্বপ্ন।” তাঁর দাবি, “ডিজিটাল ইন্ডিয়া যে গতিতে এগিয়ে চলেছে, তাকে থামানো আর সম্ভব নয়। প্রয়োজনে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়িয়েও এই স্বপ্ন এগিয়ে নিয়ে য়েতে হবে।”

চলতি বছরে দেশে মোট বিদ্যুত্ উত্পাদন হয়েছে ১০৪৮ বিলিয়ন ইউনিট। আগামী বছরে তা প্রায় সাড়ে আট শতাংশ বাড়ানোর লক্ষমাত্রা নিয়েছে কেন্দ্র। কিন্তু দেশের প্রায় সব রাজ্যেই বিদ্যুত্ ঘাটতি। এই অবস্থায় লক্ষমাত্রায় পৌঁছনোকেই পাখির চোখ করছে কেন্দ্র।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন