National News

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর ফোন, ভিসা নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর

অস্ট্রেলিয়ায় কাজ করতে যাওয়া ভারতীয় কর্মীদের ভিসা দেওয়ার আইনে রদবদলের ভাবনা চলছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৯:৫৩
Share:

ভারতের প্রধানমন্ত্রী মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।

অস্ট্রেলিয়ায় কাজ করতে যাওয়া ভারতীয় কর্মীদের ভিসা দেওয়ার আইনে রদবদলের ভাবনা চলছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল মঙ্গলবার টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। তখনই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে গভীর উদ্বেগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। ওই রদবদলের সম্ভাব্য প্রভাব নিয়ে তিনি যে যথেষ্টই চিন্তিত, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তা খোলাখুলিই বলেছেন প্রধানমন্ত্রী মোদী। সরকারি সূত্রে খবর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, হঠাৎ কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। সব কাজই হবে দু’পক্ষের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে।

আরও পড়ুন- ট্রাম্পের চাপে দু’বছরে ১০ হাজার মার্কিন কর্মচারী নিতে হচ্ছে ইনফোসিসকে

Advertisement

গত মাসে ভারত সফরে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই সফরে দু’দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিগুলির বাস্তবায়ন ও দু’দেশের সম্পর্ককে আরও জোরদার করে তুলতে আর কী কী করণীয়, তা নিয়েও কথা হয় দু’দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন