Delhi Assembly Election 2025

২৭ থেকে ভোট প্রচার শুরু মোদীর

চলতি মাসে দিল্লিতে ভোট ঘোষণার আগে একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা মঞ্চ থেকে রাজনৈতিক প্রচার চালাতে দেখা গিয়েছিল মোদীকে। কিন্তু ভোট ঘোষণার পরে সেই অর্থে এখনও প্রচারে নামেননি মোদী বা অমিত শাহ পর্যায়ের কোনও শীর্ষ বিজেপি নেতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৬:৩৬
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —নিজস্ব চিত্র।

প্রজাতন্ত্র দিবসের পরেই দিল্লি বিধানসভা ভোটের প্রচারে পথে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রের দাবি, সব ঠিক থাকলে, আগামী ২৭ জানুয়ারি রাজধানীতে প্রচার শুরু করবেন তিনি। ভোট ঘোষণার পরে সেটাই হবে রাজধানীতে তাঁর প্রথম প্রচারসভা।

চলতি মাসে দিল্লিতে ভোট ঘোষণার আগে একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা মঞ্চ থেকে রাজনৈতিক প্রচার চালাতে দেখা গিয়েছিল মোদীকে। কিন্তু ভোট ঘোষণার পরে সেই অর্থে এখনও প্রচারে নামেননি মোদী বা অমিত শাহ পর্যায়ের কোনও শীর্ষ বিজেপি নেতা। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন হওয়ার কথা। প্রচারের শেষ সপ্তাহে সর্বাত্মক ভাবে মোদীকে নামাতে চাইছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।

মহারাষ্ট্র কিংবা ঝাড়খণ্ডের মতোই দিল্লিতেও প্রধানমন্ত্রীকে মুখ করে নির্বাচনে নামছে বিজেপি। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে অভ্যন্তরীণ বিবাদ এড়াতেই ওই কৌশল। বিজেপির এক নেতার কথায়, ‘‘দলের প্রত্যেকটি নেতা-কর্মী জানেন দিল্লি জয়ের গুরুত্ব। এখানে বিজেপি ও আপ দুই ক্যাডারভিত্তিক দলের লড়াই। কেজরীর প্রকৃত চেহারা উন্মোচনে প্রধানমন্ত্রী দিল্লি জুড়ে ২৭ জানুয়ারির পরে গড়ে দু-তিনটি করে জনসভা করবেন।’’ বিজেপি সূত্রের মতে, অন্তত ১৫টি জনসভা করে ৭০টি বিধানসভা কেন্দ্রের ভোটারের কাছে পৌঁছনোই লক্ষ্য। এ যাত্রায় বিজেপির কাছে দিল্লি হল সম্মানের লড়াই। তিন বার টানা লোকসভায় জিতলেও দিল্লি এখনও অধরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন