Narendra Modi

অকারণ বাধা কাটাতে বললেন প্রধানমন্ত্রী

দেশের দ্রুত ও সার্বিক, দীর্ঘস্থায়ী অথনৈতিক বৃদ্ধির লক্ষ্যে সব রাজ্যকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গত কাল দিল্লিতে শুরু হয়েছিল এই বৈঠক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ০৮:২২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

পরিকাঠামো, বিনিয়োগ, উদ্ভাবন ও অন্তর্ভুক্তি— এই চার স্তম্ভে ভর দিয়েই দেশে উন্নয়ন আসবে। সে জন্য দরকারে অকারণ বিধিনিষেধ, লাল ফিতের ফাঁস দূর করা জরুরি। সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠকের দ্বিতীয় তথা অন্তিম দিনে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ-ও বললেন, অর্থনীতির যে কোনও ক্ষেত্রে কাজের গুণমান মাথায় রাখতে হবে।

Advertisement

দেশের দ্রুত ও সার্বিক, দীর্ঘস্থায়ী অথনৈতিক বৃদ্ধির লক্ষ্যে সব রাজ্যকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গত কাল দিল্লিতে শুরু হয়েছিল এই বৈঠক। কেন্দ্র-রাজ্য পারস্পরিক সহযোগিতার নীতি মেনে নতুন ভারত গড়ার ডাক দিয়েছিলেন মোদী। আজ সেই সূত্র ধরেই এগিয়েছে কথা। পরে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন বৈঠকের আলোচনার বিষয়বস্তু। তিনি লেখেন, ‘‘গত দু’দিনে দিল্লিতে মুখ্যসচিবদের বৈঠকে দীর্ঘ আলোচনা চলেছে। বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, যা ভবিষ্যতে সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নে কাজ লাগবে এবং ভারতের উন্নয়নের পথকে মজবুত করবে।’’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘আগামী বছরগুলো এই দেশেরই। গোটা পৃথিবীর নজর ভারতের দিকে, কারণ অসংখ্য তরুণ প্রতিভা রয়েছে এই দেশে। এই মহূর্তে পরিকাঠামো, বিনিয়োগ, উদ্ভাবন ও অন্তর্ভুক্তি— এই চারটি স্তম্ভে ভর দিয়ে আমাদের বিভিন্ন ক্ষেত্রে উপযুক্ত প্রশাসন তৈরি করতে হবে।’’

Advertisement

গত বছর হিমাচল প্রদেশের ধর্মশালায় রাজ্যগুলির মুখ্যসচিবদের নিয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকটি হয়েছিল। এ বারে বৈঠক হল নয়াদিল্লিতে। আজকের বৈঠকে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে মোদী এ দিন লিখেছেন, ‘‘আমি ভীষণ ভাবে বিশ্বাস করি, আত্মনির্ভর ভারত গড়তে ও অর্থনৈতিক বৃদ্ধিকে চাঙ্গা করতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প জোর দেওয়া প্রয়োজন।’’ দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে আরও বেশি সংস্কারমুখী পদক্ষেপ করার ডাক দিয়ে এই বৈঠকে প্রধানমন্ত্রী পুরনো নিয়ম ও অকারণ, অর্থহীন নির্দেশাবলী বিসর্জন দিতে বলেছেন। তাঁর কথায়, ‘‘দেশে যেখানে এমন নজিরবিহীন সংস্কার চলছে, সেখানে যুক্তিহীন বিধিনিষেধ থাকার কোনও মানে হয় না।’’ এই বৈঠকে আলোচনা হয়েছে ‘পিএম গতিশক্তি’ প্রকল্প নিয়েও। বিশ্ব উষ্ণায়ন, জলের ঘাটতি এবং কৃষির পরিমাণ কমার কারণে খাদ্যশস্যের ঘাটতির দিকে নজর রয়েছে কেন্দ্রের। এর ফলে আমজনতার স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিশেষ ভাবে আলোচনা হয়েছে বৈঠকে। পুষ্টির বিষয়টি মাথায় রেখে মিলেট, বাজরার মতো দানাশস্যে জোর দেওয়ার বিষয়ে রাজ্যগুলিকে আরও এগিয়ে আসার ডাক দেওয়া হয়েছে বৈঠকে। সূত্রের মতে, দু’দিনের বৈঠকে মূলত বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্প সময়ে শেষ করা, একাধিক রাজ্যের সঙ্গে সম্পর্কিত পরিকাঠামোগত প্রকল্পগুলিতে জমি অধিগ্রহণজনিত সমস্যা দূর করার উপরে বিশেষ ভাবে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement