National News

অষ্টমীতে এই ভুল করলেন নরেন্দ্র মোদী!

বুধবার অষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ২৩:০০
Share:

অষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। —ফাইল চিত্র।

উদ্দেশ্য ছিল, দেশবাসীকে অষ্টমীর শুভেচ্ছা জানানো। তবে তা করতে গিয়েই একটি মারাত্মক ভুল করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বা বলা ভাল, প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার কাজকর্মের ভারপ্রাপ্ত আধিকারিকেরা।

Advertisement

বুধবার অষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। ওই পোস্টে মোদী লেখেন, “দুর্গা অষ্টমীর পুণ্যক্ষণের শুভেচ্ছা জানাই। মা দুর্গা সকলের আশা পূরণ করুন। সমাজে আনন্দের আবহ বজায় থাকুক এবং সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক।”

বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পর্যন্ত তাতে ‘লাইক’ প়ড়ে ৬৬ হাজারেরও বেশি। সেই সঙ্গে ৪৩৩১ জন পোস্টটি শেয়ারও করেন।

Advertisement

আরও পড়ুন: দরজা খুলল শবরীমালার, ঢুকতে পারলেন না মহিলারা

আরও পড়ুন: নভেম্বরে আবার মোদী-শি বৈঠক

তবে প্রধানমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে থেকে ভেসে ওঠা এই শুভেচ্ছাবার্তা পড়ার সময়ই অনেকরই চোখে পড়ে একটি মারাত্মক ভুল। না! মোদীর শুভেচ্ছাবার্তায় কোনও ভুল ছিল না। ভুল ছিল, পোস্টটির সঙ্গে ব্যবহৃত ছবিটিতে। তাতে দুর্গার বদলে দেখা যায় কালীর ছবি। এর পরে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি নিয়ে নানা মন্তব্য ভেসে উঠতে থাকে। অনেকেই মন্তব্য করেন, এর পরের বার থেকে যেন সঠিক ছবি ব্যবহার করা হয়। অনেকে উল্লেখ করেন, এটি আসলে দক্ষিণেশ্বরের কালীর ছবি। এরই পাশাপাশি, শবরীমালা বিক্ষোভ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

তবে এত মন্তব্যের পরেও দেখা যায়, বুধবার রাত পর্যন্ত ফেসবুক-টুইটারে ভুল ছবিই থেকে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement