PM Narendra Modi

কাশ্মীর সফরের আগে প্রধানমন্ত্রীর সিঁদুর-বৈঠক

গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল। ঠিক তার তিন দিন আগে প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীরে গিয়ে কাটরা-শ্রীনগর-বারামুলা রেল সংযোগ প্রকল্প উদ্বোধনের কথা ছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিলের সিদ্ধান্ত নেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ০৯:৩৪
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীর সফরে যেতে পারেন। পহেলগামে সন্ত্রাসবাদী হামলা এবং তার জবাবে ‘অপারেশন সিঁদুর’-এর পরে এই প্রথম প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীর সফরের পরিকল্পনা হচ্ছে। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাকিস্তানকে সামরিক প্রত্যাঘাতের পরে মোদী সরকার বিশ্বের ৩৩টি দেশে সাতটি সর্বদলীয় প্রতিনিধিমণ্ডলী পাঠিয়েছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী এই সর্বদলীয় প্রতিনিধিমণ্ডলীর নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে সরকারি সূত্রের খবর।

গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল। ঠিক তার তিন দিন আগে প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীরে গিয়ে কাটরা-শ্রীনগর-বারামুলা রেল সংযোগ প্রকল্প উদ্বোধনের কথা ছিল। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিলের সিদ্ধান্ত নেয়। পরে কংগ্রেস প্রশ্ন তুলেছিলে, গোয়েন্দা রিপোর্টে সন্ত্রাসবাদী হামলার আঁচ পেয়েই কি প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছিল? সে ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার বন্দোবস্ত হয়নি কেন? ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে পাকিস্তানের গোলার আঘাতে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পুঞ্চে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করতে কেন মোদী জম্মু-কাশ্মীরে গেলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল।

প্রধানমন্ত্রী ৬ জুন, শুক্রবার বৈষ্ণোদেবী মন্দিরের নিকটবর্তী কাটরা থেকে কাশ্মীর উপত্যকার বারামুলা পর্যন্ত ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের উদ্বোধন করবেন। কাটরা স্টেডিয়ামে তাঁর জনসভা করারও পরিকল্পনা আছে। তার আগে তিনি চন্দ্রভাগা নদীর উপরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দেখতেও যেতে পারেন। তবে পহেলগাম-অপারেশন সিঁদুর পরবর্তী কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির উপরে নির্ভর করে প্রধানমন্ত্রীর সফরসূচি শেষবেলায় বদলাতেও পারে। তবে জুলাই মাস থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। তার আগেই কাটরা-বারামুলা ট্রেন পরিষেবা চালু করে দিতে চাইছে মোদী সরকার। বর্ষার সময়ে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে ট্রেনে করে তীর্থযাত্রীরা শ্রীনগর পর্যন্ত চলে যেতে পারবেন। এখন কাটরা থেকে বারামুলা ট্রেন চালু হলেও পরে জম্মু থেকে শ্রীনগর হয়ে বারামুলা পর্যন্ত ট্রেন চলবে। তবে এখনই দিল্লি থেকে শ্রীনগর ট্রেন চালু হচ্ছে না।

প্রধানমন্ত্রী দফতর সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’-এর প্রয়োজনীয়তা ও ভারতে পাকিস্তানের সন্ত্রাসে মদত নিয়ে সাতটি সর্বদলীয় প্রতিনিধিমণ্ডলী ফেরার পরে সকলের সঙ্গে বৈঠক করতে পারেন মোদী। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার এই বৈঠক হতে পারে। তার আগে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মন্ত্রী পরিষদে পূর্ণমন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীরাও থাকেন।

বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ‘প্রেজেন্টেশন’ দেবেন বলে সূত্রের খবর। ‘অপারেশন সিঁদুর’-এর সামরিক প্রত্যাঘাতের পরেই কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পণ্ডা, জেডিইউ-র সঞ্জয় কুমার ঝা, ডিএমকে-র কানিমোঝি, এনসিপি-র সুপ্রিয়া সুলে ও শিবসেনার শ্রীকান্ত শিন্দের নেতৃত্বে সাতটি সর্বদলীয় প্রতিনিধিমণ্ডলীকে ৩৩টি দেশে পাঠানো হয়েছিল। একটি দলে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বাধীন প্রতিনিধি দল মঙ্গলবার সকালে দিল্লি ফিরছে। বিকেলে দলটির সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন