PM Modi

PM In Kashmir: গণতন্ত্রের বার্তা দিতে উপত্যকা সফরে যাবেন প্রধানমন্ত্রী

২০১৯ -এ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র। তখনই প্রতিশ্রুতি দেয় ধাপে ধাপে রাজ্যের ও গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ০৯:২০
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার হওয়ার প্রায় তিন বছরের মাথায় প্রথম বার জম্মু-কাশ্মীরে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ এপ্রিলের ওই সফরে নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি জঙ্গিদের কারণে উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদীর। অন্য দিকে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফেরানোর আহ্বান জানিয়ে ৮ মে সঙ্কল্প শোভাযাত্রায় অংশ নিতে জম্মু যাচ্ছেন অমিত শাহ। সদ্য পাকিস্তানে ক্ষমতা বদলের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের শীর্ষ নেতাদের ওই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

প্রায় তিন বছর আগে ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছিল বিজেপি সরকার। কেড়ে নেওয়া হয়েছিল রাজ্যের মর্যাদা। সে সময়েই কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছিল ধাপে ধাপে ফের জম্মু-কাশ্মীরের রাজ্যের ও গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার। সূত্রের মতে, সেই গণতন্ত্রের বার্তা দিতে আগামী ২৪ এপ্রিল জম্মু-কাশ্মীরের সাম্বা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবেন সেখানকার স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গে। সরকারের বক্তব্য, হিংসা এড়িয়ে উপত্যকায় গণতন্ত্রের বার্তাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। কারণ পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমেই তৃণমূল স্তরে উন্নয়নকে পৌঁছে দেওয়া সম্ভব হয়। আগামী ২৪ এপ্রিল পঞ্চায়েতিরাজ দিবস। ওই দিন সাম্বার পল্লি গ্রাম যাকে সম্প্রতি কার্বনমুক্ত সোলার ভিলেজ বলে ঘোষণা করেছে কেন্দ্র, তা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। ওই গ্রামে সম্প্রতি ৫০০ কেভি ভোল্টের সোলার প্ল্যান্ট বসানো হয়েছে। যা ওই গ্রামে প্রায় সাড়ে তিনশোটি বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। ওই প্ল্যান্টটি সম্পূর্ণ রূপে চালু হলে তা আশেপাশের গ্রামগুলির বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম হবে বলে জানিয়েছে কেন্দ্র। সেখান থেকে রাজ্য তথা দেশের মানুষের সামনে পঞ্চায়েতি ব্যবস্থা প্রসঙ্গে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সূত্রের মতে, ওই অনুষ্ঠানের পরে উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতদের একাংশের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রের দাবি, কাশ্মীরি পণ্ডিতদের ফের উপত্যকায় পুনর্বাসনের প্রশ্নে দল বদ্ধপরিকর। আজ না হয় কাল পণ্ডিতদের এক এক করে পুনর্বাসন দেওয়া হবে।

অন্য দিকে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়ার দাবিতে পা মেলাতে আগামী ৮ মে জম্মু যাচ্ছেন অমিত শাহ। পাক অধিকৃত কাশ্মীরের মূল বাসিন্দাদের একাংশ পাক হানাদারদের হামলা এড়াতে জম্মু-কাশ্মীরে চলে আসেন। সেই থেকে উদ্বাস্তু হিসেবে রয়েছেন তারা। এ বার সেই পাক অধিকৃত এলাকাগুলি ফের ভারতের সীমানার আওতায় ফিরিয়ে আনার দাবিতে আগামী ৮ মে সঙ্কল্প শোভাযাত্রার ডাক দিয়েছে একাধিক উদ্বাস্তু সংগঠন। ওই শোভাযাত্রায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সূত্রের মতে, সব কিছু ঠিক থাকলে আগামী মাসে হতে চলা ওই শোভাযাত্রায় অংশ নিতে দেখা যাবে অমিত শাহকে। সত্যিই শোভাযাত্রায় অমিত শাহ অংশ নিলে তা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। কারণ মোদী সরকারের অন্যতম শীর্ষ মন্ত্রীর এ ভাবে পাক অধিকৃত কাশ্মীরের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হওয়া দেখে অনেকেই মনে করছেন আগামী লোকসভা নির্বাচনের আগে জাতীয়তাবাদের জিগির তোলার প্রশ্নে নতুন একটি পথ খুলে রাখার কৌশল নিয়ে রাখলেন বিজেপি নেতৃত্ব।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন