Pakistani Spy Link

পাক গুপ্তচরের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’, একসঙ্গে বিদেশভ্রমণও! তথ্যপাচারের অভিযোগে ধৃত ভারতীয় সমাজমাধ্যম প্রভাবী

পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্যপাচারের অভিযোগে এক ভারতীয় ইউটিউবারকে গ্রেফতার করল পুলিশ। সদ্য ভারতে ‘অবাঞ্ছিত’ ঘোষিত হওয়া পাক আধিকারিকের মারফত একাধিক পাকিস্তানি চরের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৬:৫০
Share:

পাকিস্তানি গুপ্তচরদের সাহায্যের অভিযোগে গ্রেফতার হরিয়ানার সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্র। ছবি: ইনস্টাগ্রাম।

পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে এ বার গ্রেফতার হলেন এক ভারতীয় সমাজমাধ্যম প্রভাবী (ইউটিউবার)! ধৃত তরুণীর নাম জ্যোতি মলহোত্র। হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, নাম— ‘ট্রাভেল উইথ জো’। মূলত ভ্রমণের ভিডিয়ো তিনি পোস্ট করতেন সেখানে। হরিয়ানার ওই সমাজমাধ্যম প্রভাবীর সঙ্গে পাকিস্তানি গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ।

Advertisement

পাক গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র এ দেশে তৈরি হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এই চক্র মূলত পঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয় ছিল বলে সন্দেহ করা হচ্ছে। সেই সূত্র ধরেই পুলিশ জ্যোতি-সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে, জ্যোতি ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন। ওই সময়েই নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তাঁর পরিচয়। গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই দানিশকে ভারতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। অভিযোগ, দানিশের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির।

তদন্তকারীদের সন্দেহ, ভারতের বিভিন্ন স্থানের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন তিনি। হোয়াটস্অ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে তিনি পাকিস্তানি চরেদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাকিস্তানি চরেদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলি সেভ করতেন জ্যোতি। তার মধ্যে ‘জাট রানধাওয়া’ নামে একটি নম্বর সেভ করা ছিল। তদন্তকারীদের সন্দেহ, ওই নম্বরটি আসলে পাকিস্তানি চর শাকির ওরফে রানা শাহবাজ়ের। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, এক পাকিস্তানি চরের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’ তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রে খবর। জ্যোতি যখন বালি এবং ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলেন, সেই সময়ে তাঁর সঙ্গে এক পাকিস্তানি চর ছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের।

Advertisement

পহলেগাঁও কাণ্ডের পর থেকে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগের বেশ কিছু অভিযোগ উঠে এসেছে। গত কয়েক দিনে পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান থেকে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি গ্রেফতার হওয়া ওই অভিযুক্তদের সঙ্গে জ্যোতির কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement