Uttar Pradesh Rape and Murder

আবার উত্তরপ্রদেশ! গণধর্ষণের পর শিশুকে ছাদ থেকে ছুড়ে ফেলে খুন, ‘এনকাউন্টার’ করে দুই অভিযুক্তকে ধরল পুলিশ

শিশুটির বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, ছাদে খেলছিল তাঁর কন্যা। রাতে দেখতে পান বাড়ির পিছনে মাঠের মধ্যে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:১৩
Share:

দুই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত।

ছ’বছরের শিশুকে গণধর্ষণের পর ছাদ থেকে রাস্তায় ছুড়ে ফেলে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। গত ২ জানুয়ারি রাতের ঘটনা।

Advertisement

শিশুটির বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, ছাদে খেলছিল তাঁর কন্যা। রাতে দেখতে পান বাড়ির পিছনে মাঠের মধ্যে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে সে। শিশুটিকে তুলে সিকান্দ্রাবাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশুটির বাবার অভিযোগ, তাঁর কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনায় সিকান্দ্রাবাদে হুলস্থুল পড়ে যায়।

পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পরই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, তিনটি দল গঠন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায়, অভিযুক্তেরা একটি নির্মীয়মাণ বাড়িতে আত্মগোপন করে রয়েছেন। তার পরই সেখানে অভিযানে যায় পুলিশ। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। দুই অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। পুলিশের দাবি, সেই সময় তাঁরা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় গুলিবিদ্ধ হন দু’জনেই। তার পরই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ধৃতেরা জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement