ত্রাণ নিয়ে নয় রাজনীতি, দুর্গতদের পাশে দাঁড়িয়ে বার্তা রাহুলের

প্রাকৃতিক দুর্যোগের কারণে তামিলনাড়ু এবং পুডুচেরিতে অসংখ্য মানুষ ঘরছাড়া। তাই এখন প্রধান কাজ দুর্গদের মানুষদের নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া এবং তাঁদের হাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া। তাই রাজনীতি না করে বরং সেই দিকেই মন দেওয়া উচিত। মঙ্গলবার তামিলনাড়ু এবং পুডুচেরির বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে এই বার্তাই দিলেন রাহুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১৭:২৭
Share:

দুর্গত এলাকায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। ছবি: টুইটার।

প্রাকৃতিক দুর্যোগের কারণে তামিলনাড়ু এবং পুডুচেরিতে অসংখ্য মানুষ ঘরছাড়া। তাই এখন প্রধান কাজ দুর্গদের মানুষদের নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া এবং তাঁদের হাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া। তাই রাজনীতি না করে বরং সেই দিকেই মন দেওয়া উচিত। মঙ্গলবার তামিলনাড়ু এবং পুডুচেরির বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসে এই বার্তাই দিলেন রাহুল।

Advertisement

রাহুল বলেন, ‘দুর্গত মানুষ জনদের হাতে ঠিক মত ত্রাণ পৌঁছনো যায় সেটাই দেখা উচিত। ত্রাণ নিয়ে কোনও রাজনীতি করা উচিত নয়।’
মঙ্গলবার দিল্লি থেকে বিশেষ বিমানে তামিলনাড়ু-পুডুচেরিতে আসেন রাহুল। চেন্নাইয়ের পাশাপাশি তামিলনাড়ুর কাড্ডালোর, কাঞ্চিপুরম এবং পুডুচেরির দুর্গত এলাকাগুলির পরিদর্শনে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এবং তামিলনাড়ু এবং পুডুচেরির কংগ্রেস নেতারা। রাহুল বলেন, ‘ত্রাণের কাজ কেমন চলছে। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় যেতে পেরেছেন কী না দেখতেই তাঁর দুর্গত এলাকায় আসা।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন