পর্ন সাইটের টুকিটাকি

রবিবার রাত থেকেই জনপ্রিয় পর্ন সাইটগুলিতে ঢুকতে বাধা পাচ্ছেন ইউজাররা। পর্ন ছবির তালিকায় কোন তারকা এগিয়ে? কোন বয়সী মানুষ এর মূল ইউজার? বিভিন্ন সমীক্ষায় পাওয়া এ ধরনের কিছু তথ্য দেখে নিন একনজরে।

Advertisement
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ১৩:৩৬
Share:

কিম কার্দাশিয়ান। ছবি: ইন্সটাগ্রামের সৌজন্যে।

ভারতে মোট ৮৫৭টি পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দেশ পেয়েই বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই পর্নগ্রাফিক সাইটগুলি বন্ধ করতে শুরু করেছে। আর তাতেই বিপাকে পড়েছেন আগ্রহীরা। রবিবার রাত থেকেই জনপ্রিয় পর্ন সাইটগুলিতে ঢুকতে বাধা পাচ্ছেন তাঁরা। পর্ন ছবির তালিকায় কোন তারকা এগিয়ে? কোন বয়সী মানুষ এর মূল ইউজার? বিভিন্ন সমীক্ষায় পাওয়া এ ধরনের কিছু তথ্য দেখে নিন একনজরে। সূত্র: পর্নতথ্য বিষয়ক সাইট।

Advertisement

কোন কোন পর্ন তারকার নাম বেশি সার্চ করা হয়?

Advertisement

সানি লিওন, মিয়া খালিফা, লিসা অ্যান।

কোন কোন অভিনেত্রীর নাম পর্ন সাইটে সার্চ করা হয়?

সানি লিওন, কিম কার্দাশিয়ান।

কারা এর মূল ইউজার?

শহুরে মানুষ পর্ন ছবি বেশি দেখেন।

কোন বয়সের মানুষ বেশি দেখেন?

২৮-৪৮ বছর বয়সী মানুষ পর্ন সাইট বেশি সার্চ করেন।

পুরুষ এবং মহিলাদের মধ্যে কাদের দেখার হার বেশি?

পর্ন ছবি দেখার হারে এগিয়ে পুরুষরাই। তবে এক-চতুর্থাংশ মহিলাও পর্ন দেখেন।

পর্ন ছবির কোন অংশ দেখতে পছন্দ করেন ইউজাররা?

পুরুষ ইউজারদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘ফিজিক্যাল অ্যাক্ট অফ সেক্স’।

কোন কোন মাধ্যমে পর্ন ছবি দেখা হয়?

ফিল্ম থিয়েটার, ভিসিআর, ওয়েবসাইট, মোবাইল।

কী কী শব্দ লিখে পর্ন সাইটে বেশি সার্চ করা হয়?

লেসবিয়ান, বিগ বুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement