Telangana Govt Hospital

তেলঙ্গানায় সরকারি হাসপাতালে বিদ্যুৎবিভ্রাট, মোবাইলের টর্চ জ্বালিয়ে রোগীদের চিকিৎসা! সাসপেন্ড করা হল সুপারকে

বিষয়টি নিয়ে যখন শোরগোল চলছে, তৎপর হয় রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। শুধু তা-ই নয়, হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১১:৩৫
Share:

মোবাইলের টর্চ জ্বালিয়ে রোগীর চিকিৎসা। প্রতীকী ছবি।

তেলঙ্গানার সরকারি হাসপাতালে বিদ্যুৎবিভ্রাটের জেরে মোবাইলের টর্চ জ্বালিয়ে রোগীদের চিকিৎসার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে হুলস্থুল পড়তেই শনিবার সাসপেন্ড করা হল হাসপাতাল সুপারকে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, বিদ্যুৎ চলে যাওয়ার পর হাসপাতালের জেনারেটর চালাতে দেরি হয়ে যায়। তাদের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। তার জেরেই হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ করতে একটু দেরি হয়ে যায়। ফলে রোগীরা সমস্যায় পড়েন। এমনকি আপৎকালীন বিভাগেও বিদ্যুৎ ছিল না। বিষয়টি নিয়ে রোগীর আত্মীয়েরা প্রবল আপত্তি জানান। ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালে কেন আপৎকালীন বিদ্যুৎ ব্যবস্থা থাকবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

বিষয়টি নিয়ে যখন শোরগোল চলছে, তৎপর হয় রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। শুধু তা-ই নয়, হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বলেন। সঙ্গারেড্ডির জেলাশাসক এবং তেলঙ্গানা বৈদ্য বিধান পরিষদের কমিশনারের নেতৃত্বে তদন্ত শুরু হয়। সূত্রের খবর, তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে, হাসপাতালে জেনারেটর ছিল। কিন্তু চালাতে দেরি হয়। তার জেরেই সমস্যায় পড়তে হয় রোগীদের। এই ঘটনার পর রাজ্যের সমস্ত হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছে তারা যেন সময়ে সময়ে জেনারেটরগুলি পরীক্ষা করে দেখেন। আপৎকালীন পরিস্থিতির সময়ে কোনও রকম গাফিলতি বা অজুহাত বরদাস্ত করা হবে না বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement