পরম-ঈশান উদ্বোধন জাভড়েকরের

গুয়াহাটি আইআইটিতে সুপার কম্পিউটার ‘পরম-ঈষাণ’-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। আজ ওই অনুষ্ঠানে গুয়াহাটি আইআইটি অধিকর্তা গৌতম বিশ্বাস জানান, ওই কম্পিউটার শুধু গবেষণাক্ষেত্রকে শক্তিশালী করবে না, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সঠিক প্রতিভা তুলে আনার পরিবেশও তৈরি করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০৩
Share:

গুয়াহাটি আইআইটিতে সুপার কম্পিউটার ‘পরম-ঈষাণ’-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। আজ ওই অনুষ্ঠানে গুয়াহাটি আইআইটি অধিকর্তা গৌতম বিশ্বাস জানান, ওই কম্পিউটার শুধু গবেষণাক্ষেত্রকে শক্তিশালী করবে না, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে সঠিক প্রতিভা তুলে আনার পরিবেশও তৈরি করবে।

Advertisement

উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ ভারতে পরম-ঈশানের থেকে বেশি ক্ষমতার সুপার কম্পিউটার নেই।’’ ওই অনুষ্ঠানেই পাকিস্তানের কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

অন্য দিকে, রাজ্যের গ্রামোন্নয়ন প্রকল্পগুলির দ্রুত রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, পঞ্চায়েতরাজ, পানীয় জল ও নিকাশিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী রামকৃপাল যাদব, জল ও নিকাশি প্রতিমন্ত্রী রমেশ চণ্ডাপ্পা জিগাজিনাগির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বন্যার জেরে অসমের গ্রামগুলির অর্থনীতিতে ব্যাপক ধাক্কা খেয়েছে। তার পরিপ্রেক্ষিতে অসমকে বিশেষ সাহায্যপ্রাপ্ত রাজ্য হিসেবে গণ্য করে বিশেষ প্যাকেজের আর্জি জানান সর্বানন্দ। গ্রামের নদীবাঁধগুলি মজবুত করতে ও সড়ক মেরামতিতে কেন্দ্রীয় সাহায্যের আবেদনও জানান মুখ্যমন্ত্রী সোনোয়াল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন