ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।
গাজ়ায় শান্তি ফেরানোর জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই সমাজমাধ্যমে এ বিষয়ে পোস্ট করেছেন তিনি। ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন। সেই সঙ্গে গাজ়া এবং পশ্চিম এশিয়া নিয়ে ভারতের অবস্থানও ব্যাখ্যা করেছেন।
গাজ়ায় শান্তি ফেরাতে ২০ দফা প্রস্তাব পরিকল্পনা করেছিলেন ট্রাম্প। ইজ়রায়েল সেই প্রস্তাবে রাজি হলেও প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রথম থেকে নীরব ছিল। এতে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং হামাসকে সময় বেঁধে দেন। রবিবারের মধ্যে ওই প্রস্তাবে রাজি না হলে হামাসকে ‘নরক যন্ত্রণা’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। এর পরেই হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, ২০ দফা প্রস্তাবে তারা রাজি। বন্দিদের মুক্তি দেওয়া হবে। গাজ়ার পরিস্থিতি নিয়ে তারা আলোচনার টেবিলে যাওয়ার কথাও জানিয়েছে।
ট্রাম্প নিজের সমাজমাধ্যমে হামাসের বিবৃতিটি প্রকাশ করেছেন। এর পরেই মোদী একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘‘গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতি হল এবং এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাচ্ছি। বন্দিদের মুক্তির ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’’ এর পর তিনি বলেন, ‘‘স্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তির লক্ষ্যে সকল প্রচেষ্টায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।’’
হামাসের বিবৃতি আসার পর ইজ়রায়েলকে অবিলম্বে গাজ়ায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ২০ দফা পরিকল্পনার মাধ্যমে পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ফেরানো সম্ভব হবে বলে তিনি আশাবাদী। কী ভাবে দ্রুত বন্দিদের গাজ়া থেকে বার করে আনা যায়, তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। হামাস কিছু শর্ত দিয়েছে। সে সব নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকার কুর্সিতে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যুদ্ধ থামিয়ে চলেছেন বলে দাবি করেছেন ট্রাম্প। এর জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের উপযোগী, নিজেই জানিয়েছেন। দাবি, তিনি মোট সাতটি যুদ্ধ থামিয়েছেন গত কয়েক মাসে। এমনকি, গত মে মাসে ভারত এবং পাকিস্তান যে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, তা থামাতেও ট্রাম্প কৃতিত্ব দাবি করেন। ভারত অবশ্য ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়টি মানেনি। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার যুদ্ধ থামাতে ট্রাম্পের উদ্যোগে মোদীর প্রশংসার আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করছেন কেউ কেউ।