National News

নতুন ভারত গড়ার সংকল্প প্রধানমন্ত্রীর বক্তৃতায়

মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭১তম বছর। এ দিম সকালে রাজঘাটে মহত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০৮:৩২
Share:

নতুন ভারতের স্বপ্ন দেখালেন মোদী। ফাইল চিত্র।

১৯৪৭ সালের এই দিনেই দীর্ঘ প্রায় ২০০ বছরের পরাধীনতার ইতিহাসকে মুছে মুক্তির স্বাদ পেয়েছিল ভারত। মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার ৭১তম বছর। এ দিন সকালে রাজঘাটে মহত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয় ভারতীয় সেনা। এরপরেই লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

আরও পড়ুন: নরককুণ্ড হাসপাতাল, রোগটা সারাবে কে!

• জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত এক এবং একমাত্র। আর এটাই আমাদের শক্তি বলে জানান মোদী।

Advertisement

• যে সমস্ত মহিলারা তিন তালাকের শিকার হয়েছেন তাঁদের লড়াইয়ের সঙ্গে আমরা রয়েছি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

• মোদী বলেন, আমাদের যুব সমাজকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে তাঁরা চাকরি খোঁজার বদলে নিজেরাই চাকরি তৈরি করে।

• জম্মু-কাশ্মীরের সেই সব ভাই বোনেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিলেন মোদী, যাঁরা প্রতিনিয়ত জঙ্গি হামলার সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়েছেন।

• জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা শূন্যতে নিয়ে যেতে হবে বলে এ দিনের বক্তৃতায় জানান মোদী।

• বিহার, বাংলা, অসম এই তিন রাজ্য প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এই তিন রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

• মোদী বলেন, দেশে সততার উৎসব চলছে। দুর্নীতিগ্রস্থরা মুখ লুকাতে বাদ্য হচ্ছে।

• নোট বাতিলের সিদ্ধান্তকে দেশবাসী সমর্থন করেছে বলেও জানান তিনি। ৮০০ কোটি টাকার বেনামী সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

• দেশে সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি। ধর্মের নামে হিংসাকে যে বরদাস্ত করা হবে না তাও কড়া ভাষায় জানান।

• সারা দেশ জিএসটি-কে সমর্থন করেছে। জিএসটি-র হাত ধরে আরও এগোবে দেশ।

• ১৯৪২ থেকে ৪৭-এর মধ্যে যে ভাবে দেশকে স্বাধীন করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তামাম ভারতবাসী, আজও তেমনই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

• আমাদের দেশে কোনও ছোট বড় নেই, কোনও ভেদ নেই। সকলেই আমরা সমান বলেও মন্তব্য করেন মোদী। পাশাপাশি তিনি বলেন, এক সঙ্গে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা।

• স্বাধীনতার সকালে নতুন ভারত গড়ার সংকল্প গ্রহণ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

• পাশাপাশি উত্তর ভারতের ভয়ঙ্কর বন্যায় মানুষের দুর্ভোগের কথাও উল্লেখ করেন তিনি।

• এরপরেই গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

• স্বাধীনতা দিবসের ভাষণের প্রথমেই স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন