বিবাহবার্ষিকীতেও ওয়ার-রুমে ছ’ঘণ্টার ম্যারাথন বৈঠকে প্রিয়ঙ্কা

পুলওয়ামার ঘটনার পরে লখনউয়ে নিজের প্রথম সাংবাদিক বৈঠক বাতিল করেছিলেন। আজ সকালে রবার্টও জানিয়ে দেন, বিবাহবার্ষিকীর কোনও অনুষ্ঠান হচ্ছে না।

Advertisement

দিগন্ত বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪০
Share:

কংগ্রেসের ‘ওয়ার-রুম’-এ ছ’ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক করলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।

বাইশ বছর আগে আজকের দিনেই রবার্ট বঢরাকে বিয়ে করেছিলেন প্রিয়ঙ্কা গাঁধী। কিন্তু পুলওয়ামার ঘটনার পর বিবাহবার্ষিকীর কোনও অনুষ্ঠান রাখেননি। বদলে দিল্লিতে উত্তরপ্রদেশের নেতাদের ডেকে কংগ্রেসের ‘ওয়ার-রুম’-এ ছ’ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক করলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।

Advertisement

পুলওয়ামার ঘটনার পরে লখনউয়ে নিজের প্রথম সাংবাদিক বৈঠক বাতিল করেছিলেন। আজ সকালে রবার্টও জানিয়ে দেন, বিবাহবার্ষিকীর কোনও অনুষ্ঠান হচ্ছে না। আগামিকালই ফের ইডির জেরার মুখে পড়তে হবে তাঁকে। তার আগে আজকের বৈঠকে প্রিয়ঙ্কা দলের নেতাদের জানান, জওয়ানদের মৃত্যু নিয়ে কোনও রাজনীতি করতে চান না তিনি। কিন্তু ইন্দিরা গাঁধীর কথা মনে পড়ছে তাঁর। তিনি পাকিস্তানকে দু-টুকরো করে দিয়েছিলেন।

কংগ্রেস সূত্রের মতে, আগামিকালও উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রিয়ঙ্কা। তবে আজকের বৈঠকেই তিনি সাফ জানিয়ে দেন, দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করবেন না। প্রতিটি লোকসভা থেকে তিন জন করে নাম চেয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, তিনি একা কোনও ‘জাদু’ করতে পারবেন না। সকলের সহযোগিতা চাই। লোকসভা ভোট নরেন্দ্র মোদী বনাম রাহুল গাঁধীর। ফলে ভোটে কংগ্রেস যদি আক্রমণাত্মক হয়, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি-বিএসপি জোটের তেমন গুরুত্ব থাকবে না।

Advertisement

প্রথমে ঠিক ছিল, আজ কালের মধ্যেই উত্তরপ্রদেশে যাবেন প্রিয়ঙ্কা। কিন্তু সেই সফর আপাতত সপ্তাহখানেক পিছনো হয়েছে। কংগ্রেস নেতারা বলছেন, জোটের ছবি আর একটু স্পষ্ট করেই প্রিয়ঙ্কা ভোটযুদ্ধে ঝাঁপাতে চান। দিল্লি ফিরে আসার আগেই ছোট ছোট দলগুলির সঙ্গে জোট করার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। কথা হচ্ছে শিবপাল যাদবের সঙ্গেও। কিন্তু শিবপালের সঙ্গে কংগ্রেসের আলোচনা শুরু হওয়ার পরে সমাজবাদী পার্টির একাংশ হুমকি দিতে শুরু করেছে, অমেঠী-রায়বরেলীতেও তারা প্রার্থী দিয়ে দেবে।

কিন্তু কংগ্রেসের এক নেতার কথায়, ‘‘এ সব ফাঁকা আওয়াজ। কংগ্রেস আপাতত উত্তরপ্রদেশের ১৫-২০টি আসনে সর্বশক্তি দিয়ে লড়তে চাইছে। যদি বিরোধী জোট কংগ্রেসের সমর্থনে আসে, তা হলে ভাল, না হলে কংগ্রেস একাই লড়বে। মায়াবতী এখনও অনড়। কিন্তু চাপ বাড়ানো হচ্ছে অখিলেশের উপরে।’’

উত্তরপ্রদেশের নেতারা অবশ্য জোটে যাওয়ার বিরোধিতা করছেন। কিন্তু প্রিয়ঙ্কা বলে রেখেছেন, যাঁকেই প্রার্থী করা হবে, তাঁকে যেন সকলে মেনে নেন। কোথাও অসহযোগিতার খবর এলে কাউকে ছাড়া হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন