Priyanka Gandhi Vadra

কার জন্য চোখের জল ফেলেছিলেন সনিয়া? লোকসভায় শাহের কটাক্ষের জবাবে স্পষ্ট করলেন সাংসদ প্রিয়ঙ্কা

লোকসভায় পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে পাল্টা আঙুল তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। প্রিয়ঙ্কা গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। কী ভাবে জঙ্গিরা দেশে ঢুকল, সেই প্রশ্নও তোলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২২:৪৯
Share:

প্রিয়ঙ্কা গান্ধী। — ফাইল চিত্র।

কার জন্য চোখের জল ফেলেছিলেন কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী? সেই নিয়ে মঙ্গলবার বিতর্ক তৈরি হল সংসদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কটাক্ষ করলেন। পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ, তথা সনিয়া-কন্যা প্রিয়ঙ্কা গান্ধী।

Advertisement

পহেলগাঁও হামলা এবং সিঁদুর অভিযান নিয়ে বিতর্ক হয় লোকসভায়। ইউপিএ আমলে দেশে সন্ত্রাসবাদের মোকাবিলা নিয়ে কথা বলার সময়ে মঙ্গলবার শাহ দাবি করেন, বাটলা হাউস সংঘর্ষে নিহত জঙ্গিদের জন্য চোখের জল ফেলেছিলেন সনিয়া। তাঁর কথায়, ‘‘আমার মনে আছে একটা সকালে, আমি প্রাতরাশ করছিলাম। টিভিতে দেখি, সলমন খুরশিদ কাঁদছেন। তিনি তখন সনিয়া গান্ধীর বাড়ি থেকে বেরিয়ে বলছিলেন, বাটলা হাউসের ঘটনায় নেত্রী কান্নাকাটি করছেন।’’ শাহ এর পরে আরও বলেন, ‘‘তাঁর (সনিয়ার) মোহন শর্মার জন্য কাঁদা উচিত ছিল (জঙ্গিদের হাতে নিহত হন ওই পুলিশ অফিসার)।’’

লোকসভায় পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে পাল্টা আঙুল তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। প্রিয়ঙ্কা গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। কী ভাবে জঙ্গিরা দেশে ঢুকল, সেই প্রশ্নও তোলেন তিনি। তার পরেই তিনি বলেন, ‘‘আমার মা চোখের জল ফেলেছিলেন তখন, যখন তাঁর স্বামীকে জঙ্গিরা শহিদ করেছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement