বাগ্দান সারলেন প্রিয়ঙ্কা গান্ধীর পুত্র রেহান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দীর্ঘ দিনের প্রেমিকা আবিবা বেগের সঙ্গে বাগ্দান সারলেন প্রিয়ঙ্কা গান্ধী এবং রবার্ট বঢরার পুত্র রেহান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সাত বছর ধরে রেহান এবং আবিবার সম্পর্ক ছিল। তা অবশেষে পরিণতি পেতে চলেছে।
সূত্রের খবর, সম্প্রতি আবিবাকে প্রস্তাব দিয়েছিলেন রেহান। সেই প্রস্তাবে রাজি হন তিনি। বিভিন্ন সূত্রের দাবি, দু’জনের পরিবারই এই সম্পর্কে সম্মতি জানিয়েছে। তবে কবে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে, তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি।
আবিবা এবং তার পরিবার দিল্লিতেই থাকেন। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বেগ পরিবার। প্রিয়ঙ্কা-তনয় রেহানের বন্যপ্রাণের প্রতি ছোটবেলা থেকেই একটা টান রয়েছে। সূত্রের খবর, তাঁর যখন দশ বছর বয়স, তখন থেকেই ছবি তোলার প্রতি আগ্রহ ছিল। হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। তার পর থেকে সেটিকেই তাঁর জীবনের পাথেয় করেছেন। এপিআরই আর্ট হাউস-এর পোর্টালে রেহানের প্রোফাইলে, বন্যপ্রাণ, স্ট্রিট ফোটোগ্রাফি এবং বাণিজ্যিক ফোটোগ্রাফির উল্লেখ রয়েছে।
২০২১ সালে নয়াদিল্লির বিকানের হাউসে ‘ডার্ক পারসেপশন’ নামে একটি একক প্রদর্শনীতে প্রথম প্রকাশ্যে আসে রেহানের তোলা ছবি। পরে কলকাতাতেও ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ নামে একক প্রদর্শনী হয় তাঁর তোলা ছবির। রেহানের কাজ সাংস্কৃতিক মহলে বেশ প্রশংসিত হয়। ২০১৭ সালে ক্রিকেট খেলার সময় চোখে আঘাত লেগেছিল রেহানের। মা প্রিয়ঙ্কাই তাঁর অনুপ্রেরণা। তিনি রেহানকে ফোটোগ্রাফি নিয়ে উৎসাহ জুগিয়ে গিয়েছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তথা রেহানের ঠাকুরদারও ফোটোগ্রাফির প্রতি আকর্ষণ ছিল।
২০০০ সালের ২৯ অগস্টে জন্ম রেহানের। দিল্লি এবং দেহরাদূনে স্কুলজীবন কাটে রেহানের। তার পর লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর শিল্পীসত্তাকে বিশ্বের দরবারে তুলে ধরতে সর্বদা সচেষ্ট রেহান।
অন্য দিকে, রেহানের মতো তাঁর প্রেমিকা আবিবারও ফোটোগ্রাফির প্রতি আকর্ষণ রয়েছে। তিনি নিজেও একজন ফোটোগ্রাফার এবং প্রযোজক। আবিবার ইনস্টাগ্রাম প্রোফাইলে তেমনই উল্লেখ রয়েছে।