National News

২০২২-এর মধ্যে কাশ্মীর, সন্ত্রাসবাদের মতো সমস্যাগুলো মিটিয়ে ফেলা হবে: রাজনাথ

কেন্দ্রের স্বচ্ছতা অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মানুষ যদি ১৯৪২-এ ভারত ছাড়ো আন্দোলনের প্রতিজ্ঞা নিয়ে ১৯৪৭-এ স্বাধীনতা অর্জন করতে পারে, স্বাধীনতার ৭০ বছর পরেও কেন আমরা স্বনির্ভর হতে পারব না, যেটা হওয়া উচিত?”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ১৪:৪২
Share:

রাজনাথ সিংহ।

২০২২-এর মধ্যে কাশ্মীর ও সন্ত্রাসবাদের মতো বেশি কিছু সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর তাদের সরকার। শুক্রবার লখনউয়ে ‘সঙ্কল্প সে সিদ্ধি-নিউ ইন্ডিয়া মুভমেন্ট (২০১৭-২০২২)’ নামক একটি অনুষ্ঠানে গিয়ে এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি তিনি এটাও জানান, ২০২২-এর মধ্যে একটা ‘নতুন ভারত’-এর জন্ম দেখবে দেশবাসী।

Advertisement

আরও পড়ুন: যোগীর জবাব চায় আদালত

আরও পড়ুন: অক্সিজেনের জন্য মৃত্যু নয়, বলছে কমিটি

Advertisement

কেন্দ্রের স্বচ্ছতা অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মানুষ যদি ১৯৪২-এ ভারত ছাড়ো আন্দোলনের প্রতিজ্ঞা নিয়ে ১৯৪৭-এ স্বাধীনতা অর্জন করতে পারে, স্বাধীনতার ৭০ বছর পরেও কেন আমরা স্বনির্ভর হতে পারব না, যেটা হওয়া উচিত?” কাশ্মীর এবং সন্ত্রাসবাদ যেমন একটা বড় সমস্যা এ দেশের, তেমনই দারিদ্র ও দুর্নীতি আরও একটা সমস্যা। এ প্রসঙ্গে রাজনাথ জানান, স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি দারিদ্রমুক্ত করার সঙ্কল্প নিয়েছে সরকার। বলেন, “আগামী দিনে এমন একটা ভারত তৈরি হবে যেখানে কোনও দারিদ্র থাকবে না, কোনও নিরক্ষর থাকবে না। প্রতিটি মানুষের ঘর থাকবে। কেউ ওষুধের অভাবে মরবে না। বিশ্বে একটা শক্তিশালী দেশ হিসাবে উঠে আসবে সেই ভারত।”

স্বচ্ছতার কথা বলতে গিয়ে এ দিন রাজনাথ মহাত্মা গাঁধীর প্রসঙ্গ টেনে আনেন। জানান, গাঁধীজি স্বচ্ছতার গুরুত্ব উপলব্ধি করেছিলেন বলেই তা নিয়ে প্রচারে নামেন। কিন্তু নরেন্দ্র মোদী সেই স্বচ্ছতা অভিযানকে গণ আন্দোলনে পরিণত করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন