ইদের মধ্যেও সংঘর্ষ চলল কাশ্মীরে

ইদের দিনেও রেহাই নেই সংঘর্ষের। কাশ্মীরের বিভিন্ন অংশে পাথর ছুড়েছে জনতা। তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এর মাঝে পড়ে জখম হন দুই সাংবাদিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৮
Share:

কাশ্মীরে ইদগায় পাথর ছুড়ে বিক্ষোভ। শুক্রবার পিটিআইয়ের ছবি।

ইদের দিনেও রেহাই নেই সংঘর্ষের। কাশ্মীরের বিভিন্ন অংশে পাথর ছুড়েছে জনতা। তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এর মাঝে পড়ে জখম হন দুই সাংবাদিক।

Advertisement

ইদের প্রার্থনার পর পরই আজ অনন্তনাগ, ইদগা, রাজৌরি এবং পুরনো শ্রীনগরের বিভিন্ন জায়গায় পাথর ছুড়তে শুরু করে জনতা। পাকিস্তান এবং আল জেহাদ নামে একটি জঙ্গি গোষ্ঠীর পতাকা নিয়ে রাস্তায় নামে কিছু যুবক। এই জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। ইদগায় তার মাঝখানে পড়ে জখম হন দুই সাংবাদিক।

উপত্যকায় মাংস বন্ধ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যাতে ভুল খবর না ছড়ায় তার জন্য শুক্রবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। বিচ্ছিন্নতাবাদী দুই নেতা সইদ আলি শাহ গিলানি এবং মিরওয়াইজ উমর ফারুককেও গৃহবন্দি করে রাখা হয়। তাতেও এড়ানো যায়নি সংঘর্ষ। তবে এ ছাড়া উপত্যকার বাকি অংশে শান্তিপূর্ণ ভাবেই পালিত হয়েছে ইদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement