‘রাফা’ জেট চুক্তি প্রক্রিয়া ঠিক পথেই, বার্তা দিয়ে ভারতে এলেন ওলাঁ

এখনই বাস্তবায়িত হচ্ছে না ‘রাফা’ চুক্তি! তবে তা যে ‘সঠিক পথে’ই রয়েছে, সে কথা জানিয়েছেন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁ। তিনি জানিয়েছেন, প্রায় ৬০ হাজার কোটির রাফা জেট বিমান সংক্রান্ত চুক্তিটি হয়ত এখনই রূপায়িত হবে না। তবে এ নিয়ে দু’দেশের মধ্যে কথাবার্তা সঠিক পথেই এগোচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১৪:২২
Share:

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁ। রয়টার্সের তোলা ফাইল চিত্র।

এখনই বাস্তবায়িত হচ্ছে না ‘রাফা’ চুক্তি! তবে তা যে ‘সঠিক পথে’ই রয়েছে, সে কথা জানিয়েছেন স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁ। তিনি জানিয়েছেন, প্রায় ৬০ হাজার কোটির রাফা জেট বিমান সংক্রান্ত চুক্তিটি হয়ত এখনই রূপায়িত হবে না। তবে এ নিয়ে দু’দেশের মধ্যে কথাবার্তা সঠিক পথেই এগোচ্ছে।

Advertisement

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তিন দিনের সফরে রবিবার দুপুরে এ দেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁ। তার আগে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ভারত ও ফ্রান্স— দু’দেশের কাছেই রাফা একটি বড়সড় প্রকল্প। এই চুক্তিটি রূপায়িত হলে আগামী ৪০ বছরের জন্য দু’দেশের মধ্যে শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার পথ সুগম হবে।”

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের আশা, চলতি বছরেই ফ্রান্সের থেকে রাফা যুদ্ধবিমান কেনা সংক্রান্ত চুক্তিটি সবুজ সঙ্কেত পাবে। মনমোহন সিংহ সরকারের আমলেই ফ্রান্সের থেকে ১২৬টি রাফা যুদ্ধবিমান কেনার জন্য উঠেপড়ে লেগেছিল মন্ত্রক। কিন্তু, শেষ মুহূর্তে আর্থিক কারণে তা থেকে পিছিয়ে আসে কেন্দ্র। স্থির হয়, ১২৬ নয়, ৩৬টি রাফা যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি করা হবে। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের সময় এ নিয়ে ফের এক প্রস্থ তৎপরতা শুরু হয়। সেই সফরেই মোদী ‘রাফা চুক্তি’র কথাও ঘোষণা করেন। যদিও ৩৬টি বিমানের ক্রয়মূল্য হিসাবে প্রায় ৬০ হাজার কোটি নিয়ে দু’দেশই এখনও একমত হতে পারেনি। এমনকী, ওলাঁর সফরের আগে ভারতের সঙ্গে শেষ মুহূর্তের কথাবার্তা জারি রেখেছে ফ্রান্স।

Advertisement

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ওলাঁ পঠানকোটের জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, ভারত ও ফ্রান্স— দু’দেশেই জঙ্গি হামলার শিকার। সন্ত্রাসের বিরুদ্ধে দু’দেশই ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালাবে বলেও আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement