Pahalgam Terror Attack

পহেলগাঁও: সংসদে দ্রুত বিশেষ অধিবেশন ডাকা হোক, মোদীকে চিঠি দিলেন রাহুল এবং খড়্গে

পহেলগাঁও হামলার বিরুদ্ধে শাসক, বিরোধী সবাই একজোট! এই বার্তা দিতে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৯:৫৯
Share:

(বাঁ দিকে) রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গে (ডান দিকে)। —ফাইল চিত্র।

পহেলগাঁও হামলার বিরুদ্ধে শাসক, বিরোধী সবাই একজোট! এই বার্তা দিতে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

Advertisement

খড়্গে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে লেখেন, “এই মুহূর্তে যখন একতা প্রয়োজন, তখন বিরোধীপক্ষ বিশ্বাস করে যে, সংসদের দুই কক্ষেই দ্রুত বিশেষ অধিবেশন ডাকা দরকার। পহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে একজোট, তার শক্তিশালী নিদর্শন হবে এটি।”

রাহুল তাঁর চিঠিতে লেখেন, “এই কঠিন সময়ে ভারত দেখিয়ে দেবে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই একজোট থাকব।” খড়্গের সুরেই তিনি লেখেন যে, “বিরোধীরা বিশ্বাস করে, সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশন ডাকা হবে, যাতে জনপ্রতিনিধিরা তাদের একতাবোধ এবং‌ সঙ্কল্পের বিষয়টি তুলে ধরতে পারেন।”

Advertisement

বিরোধী দলগুলির সূত্র মারফত আগেই জানা গিয়েছিল যে, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জন্য তারা কেন্দ্রের কাছে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলতে চলেছে। এ বার বিশেষ অধিবেশন চেয়ে মোদীকে চিঠি দিলেন কংগ্রেসের রাহুল এবং‌ খড়্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement