নাগা চুক্তিকে ভুল করে অসম চুক্তি!

নাগা চুক্তি ও অসম চুক্তিতে তালগোল পাকিয়ে দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী। আজ শিলচরের জনসভায় তিনি বলেন, ‘‘অসম চুক্তি একাই করে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে একটি বার কিছু বলার প্রয়োজন মনে করলেন না প্রধানমন্ত্রী!’’ তাঁর কথায়, ‘‘আমি সে ব্যাপারে প্রশ্ন করতেই মোদী ব্যক্তিগত আক্রমণ করেন আমাকে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:৩৩
Share:

নাগা চুক্তি ও অসম চুক্তিতে তালগোল পাকিয়ে দিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী। আজ শিলচরের জনসভায় তিনি বলেন, ‘‘অসম চুক্তি একাই করে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে একটি বার কিছু বলার প্রয়োজন মনে করলেন না প্রধানমন্ত্রী!’’ তাঁর কথায়, ‘‘আমি সে ব্যাপারে প্রশ্ন করতেই মোদী ব্যক্তিগত আক্রমণ করেন আমাকে।’’ মুহূর্তে অবশ্য নিজেকে শুধরে নেন। মাইক্রোফোনেই নীচুগলায় দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আসলে আমি নাগাচুক্তির কথা বলতে চাইছিলাম।’’

Advertisement

জনজাগরণ সভার শুরুতেই রাহুল গাঁধী সবাইকে বিস্মিত করে দেন। তিনি ময়নুল হক চৌধুরীর কথা বলতে গিয়ে হক ছেড়ে দেন। স্মরণ করেন ভূপেন হাজরিকার কথা। একটানে বলে যান, ‘‘সন্তোষমোহন দেবও ছিলেন, যিনি মানুষের জন্য নীরবে কাজ করেছেন।’’ এ-ওর মুখের দিকে তাকান। মঞ্চে তখন সন্তোষকন্যা সুস্মিতা দেবও উপস্থিত।

বক্তব্যের প্রায় শেষপ্রান্তে তিনি হাসির কথা না বলেই সবাইকে হাসিয়ে ছাড়েন। মোদীর সমালোচনা, দোষারোপ করতে গিয়ে বলে বসেন, ‘‘আমাদের চেয়েও বেশি মিথ্যা প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী।’’

Advertisement

ভুলের শুরু হয় রাহুল গাঁধীকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো থেকেই। সহ-সভাপতি না বলে সুস্মিতাদেবী রাহুল গাঁধীকে এআইসিসি সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়ে বক্তব্য রাখার অনুরোধ জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন