নির্মলা মন্তব্যে বৈষম্য! অবস্থানে অনড় রাহুল

রাফাল বিতর্কে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে নিজের মন্তব্যে অনড় রইলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০২:৪৪
Share:

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

রাফাল বিতর্কে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে নিজের মন্তব্যে অনড় রইলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এ নিয়ে বিজেপির আক্রমণ উড়িয়ে রাহুল জানিয়ে দিলেন, ওই জায়গায় কোনও পুরুষ থাকলেও একই কথা বলতেন তিনি। রবিবার দুবাইয়ে এক সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে রাহুল বলেন, ‘‘আপনাদের লিঙ্গ বৈষম্যের ধারণা আমার উপর চাপাতে যাবেন না। আমি সাফ বলছি, ওই জবাব (রাফাল-বিতর্ক) দেওয়ার কথা প্রধানমন্ত্রীর, কিন্তু তাঁর সেই দম নেই। উনি উল্টে সংসদ থেকে পালিয়ে গেলেন!’’

Advertisement

রাফাল বিতর্কে রাহুলের আক্রমণের জবাব দিতে নরেন্দ্র মোদীর বদলি হিসেবে সংসদে জবাব দেন সীতারামন। এ নিয়ে রাজস্থানের এক সভায় মোদীকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘‘৫৬ ইঞ্চির চৌকিদার একজন মহিলার কাছে পালিয়ে গিয়ে বলছেন, সীতারামনজি, আমাকে বাঁচান! আমি নিজেকে বাঁচাতে পারব না, আপনিই বাঁচান! আড়াই ঘণ্টা চেষ্টা করেও ওই মহিলা কিন্তু তাঁকে বাঁচাতে পারলেন না।’’ রাহুলের ওই মন্তব্য নিয়ে আসরে নামেন মোদী-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা। সংযুক্ত আর আমিরশাহি সফররত রাহুল এ দিন দুবাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

সেখানে এ নিয়ে বিজেপি নেতাদের আক্রমণের জবাব দেওয়ার পাশাপাশি রাফালের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘অনিল অম্বানীকে ৩০ হাজার কোটি টাকা চুরি করতে সাহায্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উচিত এ নিয়ে লোকসভায় নিজের কাজের ব্যাখ্যা দেওয়া। কিন্তু তিনি অন্য একজনকে পাঠালেন এবং ঘটনাচক্রে তিনি একজন মহিলা। ওই জায়গায় পুরুষ এলেও আমি একই কথা বলতাম।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন