‘হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়’ রব সর্বত্রই! ফের রাফাল-কটাক্ষ রাহুলের

‘অর্থনৈতিক অপরাধে ভুক্তভোগীদের’ হয়ে আইনি লড়াই করা অসরকারি সংস্থা ‘শেরপা’ রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে ফ্রান্সের ফিনান্সিয়াল প্রসিকউটরের অফিসে অভিযোগ দায়ের করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৪:১৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে কটাক্ষ রাহুল গাঁধীর। ছবি: পিটিআই।

রাফাল নিয়ে তদন্ত চেয়ে ফ্রান্সেও অভিযোগ ওঠাকে এ বার নতুন হাতিয়ার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তাঁর কটাক্ষ, গলি ছাড়িয়ে এ বার পুরো বিশ্বেই ‘হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়’ বলে রব উঠছে!

Advertisement

‘অর্থনৈতিক অপরাধে ভুক্তভোগীদের’ হয়ে আইনি লড়াই করা অসরকারি সংস্থা ‘শেরপা’ রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে ফ্রান্সের ফিনান্সিয়াল প্রসিকউটরের অফিসে অভিযোগ দায়ের করেছে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোট-পর্বের মধ্যেই এই বিষয়টি নয়া অস্ত্র তুলে দিয়েছে কংগ্রেস সভাপতির হাতে। রাফাল-চুক্তিতে দুর্নীতির অভিযোগ এনে মোদীকে কটাক্ষ করে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তোলার পাশাপাশি যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি তুলেছেন রাহুল। এ বার ফ্রান্সেও রাফাল নিয়ে তদন্তের দাবি ওঠায় অস্বস্তিতে পড়েছে সে দেশের সরকার। সেটা নিয়েই আজ টুইটারে কংগ্রেস সভাপতির কটাক্ষ, ‘‘আমাদের চৌকিদারের চুরি ফ্রান্সের সরকারকেও মুশকিলে ফেলেছে! রাফাল চুক্তি নিয়ে এ বার ফ্রান্সের জনতা তদন্তের দাবি করছে। শুধু অলিগলিতে নয়, পুরো বিশ্বেই রব উঠেছে, হিন্দুস্তান কা চৌকিদার চোর হ্যায়!’’

‘শেরপা’র বক্তব্য, দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হা ও আইনজীবী প্রশান্ত ভূষণ সিবিআইয়ের কাছে যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতেই তারা অভিযোগ দায়ের করছে। যশবন্ত-প্রশান্তর অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের পদকে কাজে লাগিয়ে রাফাল চুক্তি করেছেন। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন অবশ্য মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে যুক্তি দিয়েছেন, ‘‘রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া বুঝতে হলে রাহুল গাঁধীর উচিত ইউপিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে কথা বলা। কিন্তু ওঁর উদ্দেশ্য, মানুষকে ভুল পথে চালিত করা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন