রাহুলের হয়ে ফের মুখর মইলি

আগামী মাসেই কি দলের সভাপতি হচ্ছেন রাহুল? এই প্রশ্নে মইলি বলেন, ‘‘সম্ভবত হ্যাঁ।’’ এরই সঙ্গে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ করেন, ‘‘দলের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটা হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ০২:০৫
Share:

রাহুল গাঁধীকে কংগ্রেস সভাপতি পদে দেখতে চান মইলি।

রাহুল গাঁধীকে অবিলম্বে দলের সভাপতি পদে দেখতে চেয়ে ফের সরব হলেন প্রবীণ কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি। তাঁর বক্তব্য, দলের অনেকই মনে করেন, ইতিমধ্যেই অনেকটা দেরি হয়েছে। এখনই দলের শীর্ষপদে আসীন হওয়া উচিত রাহুলের। এতে দলের ভাল হবে। দেশেরও। মইলি আগেও একাধিক বার রাহুলকে দলের সভাপতি করার দাবিতে মুখ খুলেছেন। আজ তিনি বলেন, ‘‘রাহুল দলের সভাপতি হলে, শুধু যে খেলার মোড় ঘুরে যাবে, তা নয়। কংগ্রেসের শিকড় গাঁথা ধারাবাহিকতায় ও উত্তরাধিকারে। সেই গুণগুলি তো আছেই, তার সঙ্গে পরিবর্তনের মানসিকতাও রয়েছে রাহুলের।’’

Advertisement

আগামী মাসেই কি দলের সভাপতি হচ্ছেন রাহুল? এই প্রশ্নে মইলি বলেন, ‘‘সম্ভবত হ্যাঁ।’’ এরই সঙ্গে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ করেন, ‘‘দলের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটা হবে।’’

কিন্তু কংগ্রেসের ভাগ্য ফিরবে কীসে? জবাবে মইলি বলেন, ‘‘দলের জাতীয় ও রাজ্যওয়াড়ি নীতির অভিমুখ নতুন করে নির্ধারণ করে মানুষের কাছে তুলে ধরতে হবে। যাতে মানুষ মনে করতে পারেন, বর্তমান এনডিএ সরকারের বিকল্প রয়েছে তাদের সামনে। রাহুল ঠিক এই কাজটিই করছেন। নতুন ভাবে নতুন পথে এগোচ্ছেন তিনি।’’ মইলির বিশ্লেষণ, রাজ্য ধরে ধরে সেখানকার সমস্যাগুলির দিকে নজর দিতে হবে কংগ্রেসকে। শুধু আসন্ন বিধানসভা নির্বাচনগুলির জন্য নয়, ২০১৯-এর লোকসভা ভোটে নজর রেখেও রাজ্যওয়াড়ি কৌশল নিতে হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন