নীতীশের সঙ্গে বৈঠক চান রাহুল

উপ-রাষ্ট্রপতি ভোটে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধীরা ১১ জুলাই এমনিতেই বৈঠক ডেকেছে। রাহুল চান, সেদিনই নীতীশ এলে তাঁর সঙ্গে আলাদা কথা বলতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ০৩:০০
Share:

রাহুল গাঁধী।ছবি: পিটিআই।

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের আগেই নীতীশ কুমারের সঙ্গে আলোচনায় বসতে চান রাহুল গাঁধী।

Advertisement

কংগ্রেস সূত্রের মতে, উপ-রাষ্ট্রপতি ভোটে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধীরা ১১ জুলাই এমনিতেই বৈঠক ডেকেছে। রাহুল চান, সেদিনই নীতীশ এলে তাঁর সঙ্গে আলাদা কথা বলতে। অথবা নীতীশের সুবিধে অনুযায়ী অন্য সময়ে বৈঠক করতে। জেডিইউ নেতা কে সি ত্যাগী অবশ্য আজ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনটি ব্যতিক্রম ছিল। উপ-রাষ্ট্রপতি ভোটে বিরোধীরা আমন্ত্রণ জানালে দল যাবে। তবে কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমার পটনা যাওয়ার আগেই রাজগীরে চলে গিয়েছেন নীতীশ।

বিরোধীদের একাংশের মতে, রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের প্রার্থীকে বাকি বিরোধী দল মেনে নিয়েছে। তাই উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী অন্য বিরোধী দল থেকে বাছা হোক। এমনিতেই সরকারের কাছে প্রয়োজনীয় সংখ্যা আছে। কিন্তু প্রতীকী লড়াইটি রাষ্ট্রপতি ভোটের মতোই জোরালো ভাবে হোক। দেখেশুনে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর কটাক্ষ, ‘‘যাদের মধ্যে মতের মিলই নেই তাদের আবার ঐক্য কীসের?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement