Pension Scheme

পেনশন নীতির প্রতিবাদে রেলে ধর্মঘটের হুঁশিয়ারি

প্রসঙ্গত, নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে রেলকর্মী সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৪ ০৮:২৬
Share:

—প্রতীকী ছবি।

নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি বহালের দাবিতে এ বার ধর্মঘটের হুঁশিয়ারি দিল রেলকর্মী সংগঠনগুলি। রেলের বিভিন্ন ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ‘জয়েন্ট ফোরাম ফর রেস্টোরেশন অফ ওল্ড পেনশন স্কিম’ (জেএফআরওপিএস) জানিয়েছে, সরকার অনমনীয় থাকলে আগামী ১ মে থেকে দেশ জুড়ে ধর্মঘট শুরু করবেন রেলকর্মীরা।

Advertisement

প্রসঙ্গত, নতুন পেনশন নীতি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে রেলকর্মী সংগঠনগুলি।

২০০৪ সালের পরে নিযুক্ত রেলকর্মীরা নতুন পেনশন নীতিতে আছেন। সেখানে কর্মীদের বেতনের একটি নির্দিষ্ট অঙ্ক পেনশন খাতে জমা দেওয়া হয়। অবসরের পরে ওই তহবিলের ৬০ শতাংশ তুলে নেওয়া যায়। বাকি টাকা সরকার মূলধনী বাজারে খাটিয়ে সুদ কর্মীদের দেয়। এ নিয়েই আপত্তি। যৌথ মঞ্চের আহ্বায়ক এবং অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানান, একাধিক রেল শ্রমিক সংগঠন ধর্মঘটে যাওয়ার আগে ১৯ মার্চ সরকারকে নোটিস দিতে রাজি হয়েছে। আন্দোলনের নেতৃত্ব জানিয়েছেন, নোটিস পাঠানোর পর সরকারের মনোভাব বুঝে পরবর্তী পদক্ষেপ
করা হবে।

Advertisement

প্রসঙ্গত, জরুরি অবস্থার পরে সে ভাবে রেলে ধর্মঘট হয়নি। কিন্তু এ বার যে আন্দোলনকারীরা ধর্মঘটের পথে অনড় সেই দাবি করেছেন যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক তথা ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে মেনের সাধারণ সম্পাদক এম রাঘবাইয়াও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন